শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ১৯:১৫

ফরিদগঞ্জে পিকআপ ভ্যান উল্টে পশুখাদ্য নষ্ট

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে পিকআপ ভ্যান উল্টে পশুখাদ্য নষ্ট

চাঁদপুরের ফরিদগঞ্জে পশুখাদ্য বহনকার একটি পিকআপ ভ্যান উল্টে পুকুরে পড়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার মুরগি ও গরুর খাদ্য নষ্ট হয়েছে। ১০ আগস্ট মঙ্গলবার উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লা থেকে মুরগি ও গরুর খাদ্য নিয়ে একটি পিকআপ ভ্যান ফরিদগঞ্জের উদ্দেশ্যে সকাল ৮টার দিকে রওয়ানা দেয়। পিকআপ ভ্যানটি ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দ বাজারের কাছাকাছি আসলে একটি অটোবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চালক মোঃ কিবরিয়া ও হেলপার অল্পের জন্য বেঁচে যায়।

পশুখাদ্যের মালিক মাসুদ জানান, গাড়ি সময়মত না আসাতে গাড়ি খোঁজে বের হই, আনন্দ বাজারের কাছাকাছি পথিমধ্যে একজন বলে সামনে একটি পিকআপ ভ্যান এক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলে এসে দেখি আমাদের মুরগি ও গরুর খাদ্য নিয়ে গাড়ি পুকুরের মধ্যে ভাসমান। ড্রাইভার পুকুরের ওপর পাশ দিয়ে উঠে চলে যায়। তারা জানান, মুরগি ও গরুর খাদ্য ছিল ২০০ বস্তা, যার দাম ছিল ৪ লক্ষ ৮২ হাজার টাকা।

ঘটনাস্থলে থাকা স্থানীয় খোকা মজুমদার বলেন, ব্যাটারী চালিত অটোবাইকটি ফরিদগঞ্জ থেকে ও কড়ৈতলী চৌরাস্তার দিক থেকে পিকআপ ভ্যানটি ফরিদগঞ্জে আসছিল। দুইটি গাড়ি পাশাপাশি হওয়ার সময় পিকআপ ভ্যানটি পুকুরে পড়ে যায়। ড্রাইভার আর হেলপার পুকুর থেকে উঠে পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, গাড়িটি আনন্দ বাজারে এক্সিডেন্ট হওয়ার আগে শাছিয়াখালী গ্রামে গাছের সাথে এক্সিডেন্ট করে, সেখানে তেমন কোন ক্ষয় ক্ষতি হয়নি। সে অনেক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসছিলো।

গাড়ির চালক মোঃ কিবরিয়া মুঠোফোনে বলেন আমার কোনো দোষ ছিল না। অধিক মালামালের কারনে এ দুর্ঘটনা ঘটে, আমি ঠিক মত গাড়ি চালিয়েছি। ভয়ে গাড়ি রেখে আমি আর হেলপার হাজীগঞ্জে চলে আসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়