প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ১২:৫৬
ফরিদগঞ্জে গণ টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড়
করোনা মহামারিকালে গণটিকা কার্যক্রমের আওতায় শনিবার (৭ আগস্ট) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পৌরসভা এবং ১৫টি ইউনিয়নে একযোগে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। সকাল ৮টা থেকে প্রতিটি কেন্দ্রে ৩টি বুথের মাধ্যমে ৬শত লোককে টিকা দেয়া হচ্ছে।
|আরো খবর
ফরিদগঞ্জ উপজেলার গণটিকা কেন্দ্রের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা দেখা প্রতিটি কেন্দ্রেই বৃষ্টি উপেক্ষা করে উপচে পড়া ভিড়। নারী পুরুষ কেউই সামাজিক দুরত্ব মানছেন না। কেন্দ্রে নিয়োজিত স্বেচ্ছাসেবক ও আইনশৃংখলা বাহিনীকে হিমশিম খেতে দেখা গেছে। তবে টিকা নিতে আসা লোকজনকে মাক্স পড়তে দেখা গেছে।
টিকা নিতে আসা লোকজন জানান, প্রতিটি কেন্দ্রে ৬০০ টিকা দেয়া হলেও লাইনে দাড়িয়ে রয়েছে কয়েক হাজার মানুষ। টিকা দিতে পারবেন কিনা , অনেকেই এ নিয়ে দ্বিধা দ্বন্ধে রয়েছেন। তবে টিকা নিতে আগ্রহ দেখে অনেকেই খুশি হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ কামরুল হাসান জানান, আমরা ফরিদগঞ্জ পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ১টি করে ১৬টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করছি।