শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ১২:২৪

শ্রীনগরে নিষিদ্ধ ট্রাক কেড়ে নিল কলেজ শিক্ষকের প্রাণ

আব্দুল মান্নার সিদ্দিকী
শ্রীনগরে নিষিদ্ধ ট্রাক কেড়ে নিল কলেজ শিক্ষকের  প্রাণ

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। ১৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাহা আদর্শ ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্বাস আলী পাটওয়ারী (৫০)কে হাঁসাড়া হাইওয়ে থানা সংলগ্ন এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকামুখী একটি ড্রামট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নিমতলা জনসেবা ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাহ্রা ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল হালিম জানান, আব্বাস আলী পাটওয়ারী প্রতি সোমবার কলেজের দায়িত্ব পালন করে ঢাকার চিটাগাং রোডের বাসায় চলে আসেন।

তিনি নিজ বাসায় ফেরার পথে তাকে দ্রুত গতির একটি গাড়ি চাপা দেয়। সেখানেই তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর সংবাদে খাহ্রা কলেজ সহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আব্বাস আলী পাটওয়ারী ১৯৯৯ সালে খাহ্রা কলেজে যোগদান করেন। তার ২ মেয়ের মধ্যে বড় মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ছোট মেয়ে গত বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় সাইনবোর্ড এলাকায় জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হবে। আব্বাস আলী পাটওয়ারীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তার বাবার নাম আসাদ আলী পাটওয়ারী।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শামীম আল মামুন জানান, পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করতে পারেনি। কলেজ শিক্ষকের মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়