প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৮:৫৯
শাহরাস্তিতে সহকারি কমিশনার (ভূমি) বিদায় বরণ
শাহরাস্তি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মীরাকে বিদায় ও নবাগত সহকারি কমিশনার (ভূমি) আমজাদ হোসেনকে বরণ করে নেয়া হয়েছে।
|আরো খবর
আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি সহকারী কর্মকর্তাগণ এ উপলক্ষে আলোচনার আয়োজন করে। ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় এ সময় বিদায়ী সহকারী কমিশনার ভূম উম্মে হাবিবা মীরা বলেন, আমি আপনাদেরকে আমার পরিবারের সদস্য হিসেবে জেনেছি। শাহরাস্তি উপজেলার মানুষ অত্যত্ত আন্তরিক এখানে কাজের পরিবেশ ভালো। শাহরাস্তির কথা আমার আজীবন মনে থাকবে।
ভূমি সহকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, মানুষের আবেগের জায়গায় কেউ আঘাত করবেন না। নবাগত সহকারী কমিশনার ভূমি আমজাদ হোসেন বলেন, আমার প্রথম কর্মস্হল চুয়াডাঙ্গায়। আমি জেনেছি শাহরাস্তি উপজেলার কাজের পরিবেশ ভালো, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।
এ সময় বক্তব্য রাখেন, কানুনগো অহিদ উল্লাহ্ পারভেজ, ভূমি অফিসার্স কল্যাণ সমিতির চাঁদপুর জেলার সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনির হোসেনসহ সকল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নবাগত ও বিদায়ী সহকারী কমিশনার ভূম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।