শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১৯:০৬

মতলবে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী শ্রমিকদের মাঝে বিতরণ

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী শ্রমিকদের মাঝে বিতরণ

মতলব পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী শ্রমিকদের মাঝে বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী অন্যান্যদের মাঝেও বিতরণ করা হবে।

জানা যায়, আজ ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে পৌরসভার অটোরিক্সা চালক, রিক্সাচালক, ভ্যান ড্রাইভার, সিএনজি চালক, লেবার ও শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে: চাল, ডাল, পেয়াজ, তেল ও আলু।

পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম সমাপ্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, প্যানেল মেয়র-২ আব্দুল হাই, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার পারভেজ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান আনু, ৫নং ওয়ার্ড ওয়াজ উদ্দিন প্রধান, ৬নং ওয়ার্ড সাইফুল ইসলাম মোহন, পৌর সভার সহকারী কর আদায়কারী মাহমুদ হাসান জুয়েল প্রমুখ।

পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন বলেন, মতলব পৌরসভার প্রায় ৩শত শ্রমিকদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আরো ৪শত উপহার সামগ্রী আগামী শনিবার প্রদান করা হবে। সকল শ্রমিক যাতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পায় সেদিকে নজর রাখা হচ্ছে। করোনা মাহামারীতে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। সকলকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়