শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১৮:১৬

পথে পথে বাধা তবু আসতে হবে চাঁদপুর শহরে

মোঃ আবদুর রহমান গাজী
পথে পথে বাধা তবু আসতে হবে চাঁদপুর শহরে

চাঁদপুরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশের ন্যায় লকডাউন চলছে। এর মধ্যে আজ ২৯ জুলাই বৃহস্পতিবার রেড জোন এর আওতায় চাঁদপুর।

জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ চাঁদপুর শহরমুখী । তাদের পথে পথে বাধা তবু আসতে হবে চাঁদপুর শহরে। পথচারীদের সাথে আলাপ করে এমন তথ্য জানা গেছে। তাদের দাবি কেহই অকারণে শহরে আসেননি। প্রত্যেকেই কোনো না কোনো কোনো কাজের কারণে শহরে আসতে হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনেই তারা আসছেন এমন দাবিই পথচারীদের।

ফুল বাহার নামের ষাটোর্ধ্ব এক নারী জানিয়েছেন, হাসপাতালে তার নিকটতম আত্মীয় ভর্তি, তাকে দেখতেই তিনি পায়ে হেঁটে শাহতলী থেকে চাঁদপুর শহর এসেছেন। তাও আবার পাঁচ জায়গায় বাঁধা পেয়েছি। বুড়ো মানুষ আমি। হেঁটে হেঁটেই আমি হাসপাতালে এসেছি।

অপরদিকে মোতালেব নামের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, স্ত্রীর জন্য ঔষধ কিনতেই চাঁদপুর শহরে এসেছেন বাগাদী থেকে।

লক্ষ্মীপুরের একাধিক ব্যক্তিরা এ প্রতিনিধিকে জানিয়েছেন, আমরা শহরে কাজে আসি।

বালিয়ার বিল্লাল হোসেন জানান পথে পথে বাধা। তারপরও কি করা। প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বাধাকে উপেক্ষা করে আসি।

রিয়াজ ও আমির জানান, আমাদের জরুরি প্রয়োজনেই চাঁদপুর শহরে আসছি। চাঁদপুর রেড জোনের আওতায় সেটাও জানি। কিন্তু কি করবো না এসে তো পারছিনা। আর না আসলেতো প্রয়োজন মিটছে না।

হকার্স মার্কেটের ব্যবসায়ী হুমায়ূন কবির জানান, নিজের ব্যবসা নিজে করবো। চোর-পুলিশ খেলার কি আছে। সরকার দোকান-পাট খুলতে নিষেধ করেছেন, যখন বলবে তখন আবার খুলবো।

এ বিষয়ে কথা হয় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহানার এর সাথে। তিনি জানান, আমরা চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছি। যারা শহরে ডুকছে তাদের বিভিন্ন ভাবে চার্চ করছি। প্রশ্নের উত্তর মিললে শহরে ডুকার অনুমতি মিলে। অন্যথায় ফিরত পাঠিয়ে দেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়