প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ১৯:১৬
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মেলেনি
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাতনামা পুরুষ (২৫) এর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। ২১ আগস্ট সকাল ৮ টায় উপজলার শ্রীনগর ফেরীঘাট এলাকায় নির্মানাধীন ফিলিং স্টেশনের দক্ষিণ পার্শ্বে ঢাকামুখি এক্সপ্রেসওয়ে থেকে এই অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ। এখনও লাশের পরিচয় সনাক্ত না হওয়ায় লাশ বর্তমানে মিটফোর্ড হাসপাতালের হিমাগারে রয়েছে বলে জানা যায়।
|আরো খবর
হাসাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ফেরীঘাটে নির্মানাধীন ফিলিং স্টেশনের দক্ষিণ পার্শ্বে ঢাকা মুখি মহাসড়কে অজ্ঞাতনামা পুরুষ (২৫) এর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটর্ফোড) হাসপাতালে প্রেরন করেন।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আফজাল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনদের কাছে জিজ্ঞাসাবাদে তারা অজ্ঞাতনামা মৃত ব্যক্তির নাম ঠিকানা পরিচয় সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি। মৃত লাশের ময়না তদন্ত শেষে মৃতদেহ বর্তমানে মিটফোর্ড হাসপাতাল ঢাকার হিমাগারে রয়েছে।