শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ২২:৪০

বাগাদীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

সোহাঈদ খান জিয়া
বাগাদীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

মাদক ও মোবাইল গেমসের নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার সাহেববাজারে যুবসমাজের উদ্যোগে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলার প্রধান আয়োজক মেহেদী রুবেল,সহকারী শিক্ষক সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চাদপুর সরকারি কলেজ, মেহেদী হাসান বাবু ও নাসির মোল্লা। খেলায় চারটি দল ( ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি,স্পেন)অংশগ্রহন করে। ফাইনালে দু দল ইতালি ও ইংল্যান্ড উত্তীর্ন হয়েছে। ফাইনাল খেলা আজ ২৫ জুলাই রোজ রোববার জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সদস্য মোরশেদ আলম মিয়া। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সোহাগ পাটওয়ারী, পশ্চিম সকদী জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান মাখন পাটওয়ারী, পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাবেদ আহম্মেদ সুমন, ঢাকা মহানগর উওর ছাএলীগের সাবেক সহ সভাপতি মোঃ রাসেল মোস্তান,২ নং ওয়ার্ড মেম্বার মনসুর খান, ২ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুসলিম খান,ও সাধারণ সম্পাদক মহসিন মিজি, বাগাদী ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক আজিজ পাঠান, বাগাদী ইউনিয়ন ছাএলীগের সভাপতি মোশাররফ হোসেন খান, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও ৮ নং বাগাদী ইউনিয়ন যুবলীগের সদস্য রাজু মিজি,সাদ্দাম পাটওয়ারী, কাজী মাসুদ, ইয়াছিন খান,সাকিব পাটয়ারী প্রমুখ। উক্ত ফাইনাল খেলাটি ১-১ গোলে ড্র হলে অতিরিক্ত সময় গড়ায়। তাও ফলাফল না হওয়ায় টাইব্রেকারে ইতালি ৩-১ গোলে জয়লাভ করে।উক্ত খেলাটি হাজার হাজার দর্শক মাঠের চারপ্রান্তে উপস্থিত হয়ে উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাজে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।সর্বশেষ সমাপনী বক্তব্য দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়