শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৭:১০

মতলবে ট্রলারে বনভোজনের খাদ্য জব্দ, মামলা ও জরিমানা

অনলাইন ডেস্ক
মতলবে ট্রলারে বনভোজনের খাদ্য জব্দ, মামলা ও জরিমানা

আজ ২৫ জুলাই মতলব দক্ষিণে সরকারের বিধি নিষেধ অমান্য করে ট্রলারে বনভোজনে অপরাধে মামলা ও জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট ফাহমিদা হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি মামলায় ১১হাজার ৫শত টাকা জরিমানা করেন।

উপজেলার নারায়নপুর ইউনিয়নের বোয়ালজুড়ি খালে অভিযান চালিয়ে সরকারে বিধি নিষেধ অমান্য করে ট্রলারে বনভোজনের উদ্দেশ্যে জনসমাগম করা, উচ্চস্বরে লাউড স্পীকার বাজানোর জন্য ট্রলারের প্রতিনিধি, ভাড়াকৃত লাউড স্পীকারের দোকানের প্রতিনিধিসহ ৫ জনকে ৫ টি মমলায় ১১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দকৃত খাদ্য সামগ্রী এলাকার মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি বিধি নিষেধ অমান্য করে জনসমাগম করায় তাদেরকে এ জরিমানা করা হয়েছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে প্রশাসনের এরুপ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়