রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ জুলাই ২০২২, ১৫:৪৯

শ্রীনগরে নিষিদ্ধ ভেসাল উচ্ছেদ

আবদুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে নিষিদ্ধ ভেসাল উচ্ছেদ

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বীরতারা সাতগাঁও দাড়িপাড়া খালে অবৈধভাবে তৈরি বাঁধ ও ভেসাল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। ৩০জুন বৃহস্পতিবার শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক এ অভিযান পরিচালনা করেন।

শ্রীনগর উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে সড়ক ও জনপথের খাল, হাঁসাড়া ও আটপাড়াসহ উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অবৈধভাবে বাঁশের বাঁধ তৈরি ও বিভিন্ন জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল। স্থানীয় সূত্রে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক বলেন, চলতি বর্ষা মৌসুমে খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে একশ্রেণির মৎস্য শিকারিরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছে। এ কাজে জড়িত অনেকেই জরিমানা করা হয়েছে। মাছ শিকারের অবৈধ উপকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়