শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৭:০২

ব্যবসায়িক প্রাণকেন্দ্র পুরাণবাজারে লকডাউন কার্যকর

বিমল চৌধুরী
ব্যবসায়িক প্রাণকেন্দ্র পুরাণবাজারে লকডাউন কার্যকর

দেশে করোনা সংক্রমন অধিকহারে বেড়ে যাওয়ায় তা নিরষনে চলছে কঠোর লকডাউন। সকাল ৬ টা থেকে শুরু হওয়া লকডাউন অন্যান্যবারের চেয়ে ছিল অনেকটা কঠিন ও কঠোর।

এই কঠোরতা চোখে পড়েছে রুপালী ইলিশখ্যাত ইলিশের বাড়ি চাঁদপুর পুরানবাজারেও। যে পুরানবাজার এলাকায় বিগত দিনে হয়ে যাওয়া লকডাউন তেমনভাবে চোখে পড়েনি। যা নিয়ে পত্র পত্রিকায় লেখালেখিও হয়েছে। পুরানবাজারে লকডাউন তেমনভাবে কার্যকর না হওয়ায় যা নিয়ে স্বাস্থ্য সচেতন মানুষের মাঝে ছিল আতংকগ্রস্ত। অথচ সেই পুরানবাজার এলাকায় ২৩ জুলাই শুক্রবার প্রথমদিনের লকডাউনে খোলা রাখতে দেখা যায়নি কোন দোকানপাঠ।

পাইকারী ব্যবসাকেন্দ্র পুরানবাজারের বাতাসা পট্রি, তামাক পট্রি, চাল পট্রি, ট্রাংক পট্রি, ফল পট্রি, মসজিদ পট্রি, আড়ৎ পট্রির সকল ব্যবসা প্রতিষ্টানই ছিল বন্ধ। অবশ্য হাতে গোনা সকল ধরনের কয়েকটি দোকান খোলা থাকতে দেখা পেলেও তা ছিল অনেকটা ক্রেতা শূন্য। আর ক্রেতা শূন্য হওয়ায় খোলা দোকানের ব্যবসায়ীগন অনেকটা হতাশা ব্যাক্ত করেন। এদিন পুরানবাজারে প্রথমদিনের লকডাউন কার্যকরে প্রশাসনের কঠোরতাও ছিল লক্ষনীয়।

রাত না পোহাতেই সকাল প্রায় ৭ টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পুরানবাজারের বিভিন্ন রাস্তাঘাটে টহল দেন। ম্যাজিস্ট্রেটের আগমন সংবাদে ব্যবসায়ীরা সাবধান হয়ে যান। ফলে তারা ইচ্ছা থাকা সত্বেও জরিমানার ভয়ে দোকান খুলতে সাহষ করেননি।

লকডাউন কার্যকরে আরো ২ টি কারন রয়েছে বলেও অনেকে মনে করেন। প্রথমত লকডাউনের প্রথমদিন ছিল শুক্রবার, দ্বিতীয়ত ছিল ঈদের পরের পরেরদিন। এই দুই কারনে লকডাউন কার্যকরে অনেকটা সহায় হয়ে উঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়