প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১১:১৭
মতলব দক্ষিণে দাবা একাডেমির কমিটি গঠন
মতলব দক্ষিণে দাবা একাডেমির কমিটি গঠন করা হয়েছে। গত ২২ জুলাই রাতে স্থানীয় কাঠ বাজার এলাকায় দাবা একাডেমির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
|আরো খবর
তরুন আর উদীয়মান যুব সমাজকে মাদক ও ইন্টারনেট আসক্তি থেকে বিরত রাখা, তথা সমৃদ্ধশীল ও মুুক্ত চিন্তায় মগ্ন রাখার লক্ষ্য নিয়ে ‘মতলব দাবা একাডেমি’ সংগঠনের ভবিষ্যৎ উন্নতির পথে অগ্রসর হবে। এ প্রত্যাশায় মতলবের সর্বস্তরের সাবেক খেলোয়াড়গণকে উপদেষ্টা মন্ডলীতে রেখে এবং বর্তমান খেলোয়াড়গণের মাধ্যমে সংগঠনটির ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
আন্তজার্তিক গ্র্যান্ড মাষ্টার এনামুল হোসেন রাজীব, আন্তজার্তিক মাষ্টার ও এসিপিবি’র সভাপতি আবু সুফিয়ান শাকিল, এসিপিবি’র সাবেক সভাপতি ও আন্তজার্তিক রেটেড দাবাড়ু মোহাম্মদ এনায়েত হোসেন, মতলবের আল আমিন ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলী খোকন, আমেরিকান প্রবাসী অধ্যাপক মাহবুবুল এ মজুমদার, আমেরিকা প্রবাসী কাজী হাসেম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও মতলব দাবা একাডেমির উপদেষ্টা ও রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকিরসহ অন্যান্যদের উপস্থিতিতে আন্তজার্তিক রেটিং প্রাপ্ত দাবাড়ু অধ্যাপক অরুন চন্দ্র সরকারকে প্রতিষ্ঠাতা সভাপতি এবং মেধাবী ও বিচক্ষন দাবাড়ু আব্দুল হান্নান অপুকে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গৌতম কুমার সাহা, অশোক পোদ্দার, ভোলানাথ সাহা, সহ-সাধারণ সম্পাদক বরুন চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ নূরে-ই আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল সরকার, কোষাধ্যক্ষ আশিষ সরকার, সহ-কোষাধ্যক্ষ বিমল সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ ফয়সাল আহমেদ তারেক, সহ-প্রচার সম্পাদক টিটু দাস, সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন মানিক, লিটন কুমার সাহা, অর্ণব সরকার।