বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ জুলাই ২০২১, ২৩:৩৪

রাজনৈতিক নেতা এমনই হওয়া উচিত

মোঃ মঈনুল ইসলাম কাজলঃ
রাজনৈতিক নেতা এমনই হওয়া উচিত

আমাদের চারপাশে রাজনৈতিক নেতার অভাব নেই। পদ পদবী ও নেতাদের ভারে মাঝে মাঝেই শুনতে সমাজের করুণ পরিনতির কথা। জনদরদী, গরীবের বন্ধু, ফুলের মতো পবিত্র এ শব্দ গুলোর সাথে আমরা সবাই পরিচিত কিন্ত দূর্ভাগ্য এসব শব্দ গুলোর যথার্থ মূল্যায়ন আমরা কখনোই লক্ষ করিনি।

আমাদের সাধারণ জনগনের মাঝে অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের নাম শুনলেই ভয়ে আতকে উঠতে হয়। আমাদের রাজনৈতিক নেতারা জনগনের মাঝে যে স্বপ্ন দেখিয়ে থাকেন বাস্তাবে তার পতিফলন ঘটে ভিন্ন। তাইতো সমাজে মানুষকে বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে। এতো সব অবিশ^াসের মাঝেও জনগন কাউকে না কাউকে নিয়ে স্বপ্ন ঠিকই দেখে থাকেন। করো না কারো হাত ধরে তারা বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যান। রাজনৈতিক প্রতিপক্ষ থাকবেই আবার রাজনীতির কারণে প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টও থাকবে সেটি প্রতিহিংসা নয় হতে হয় প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সফল এক নাম মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী। যিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুঝের কাজে ছিলেন শ্রদ্ধেয় ব্যক্তি যা তিনি মৃত্যুর পরও প্রামণ করে গেছেন। দেলোয়ার হোসেন মিয়াজীর নামাজের জানাজায় উপস্থিতি প্রমাণ করে তিনি জনগনের নেতা ছিলেন।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাজি আঃ লতিফ, বিএনপির উভয় গ্রুফের নেতৃবৃন্দু, উপজেলা জাতিয় পাটির সভাপতি আঃ মান্নান মোল্লা, বর্তামান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ আবুল হোসাঈন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ডাঃ কমল দে সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি প্রমাণ করে রাজনীতি এমটিই হওয়া উচিত। দেলোয়ার হোসেন মিয়াজীর জানাজায় শোক প্রকাশ করতে গিয়ে পৌর মেয়র হাজি আঃ লতিফ জানান, স্থানীয় সংসদ সদস্য মেজার (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম দেলোয়ার হোসেন মিয়াজীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু শোক প্রকাশ করতে গিয়ে বলেন, রাজনৈতিক নেতাদের কর্মকান্ড এমই হওয়া উচিত যাতে সবার আস্তাভাজন হওয়া যায়। তিনি বলেন দেলোয়ার মিয়াজী থেকে বর্তমান রাজনৈতিক নেতাদের শিক্ষা নেয়া উচিত। জেলা পরিষদের সদস্য জাকির পাটওয়ারী বলেন, দেলোয়ার হোসেন মিয়াজী কারো একার লোক নন তিনি শাহরাস্তি বাসির নেতা, সকলের আপনজন তিনি সকলের জন্য কাজ করে গেছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ডাঃ কমল বলেন, যে কোন বিষয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেলোয়ার হোসেন মিয়াজীর কাজ থেকে পরামর্শ গ্রহন করতাম, আমরা একজন অভিবাবককে হারালাম।

দেলোয়ার হোসেন মিয়াজীকে শেষ বিদায় দিতে এসে এভাবেই নিজেদের অভিব্যাক্তি প্রকাশ করেন রাজনৈতিক নেতৃবৃন্দু। দেলোয়ার হোসেন মিয়াজীর নামাজের জানাজায় উপস্থিত হয়ে অনেকেই মন্তব্য করেন রাজনৈতিক নেতা এমনই হওয়া উচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়