বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১৭:০০

ফরিদগঞ্জে যাত্রী কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে যাত্রী কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

পবিত্র ঈদুল আযহা শেষে শুরু হয়েছে কর্মের টানে আবারো কর্মস্থলে ফরিতে শুরু করেছে মানুষ। হাতে শুধু আজ বৃহষ্পতিবার (২২ জুলাই) দিনটি থাকায় লোকজন ঢাকা চট্টগ্রামসহ যার যার কর্মস্থলে রওনা দিয়েছেন। ফলে ঈদের দিনের নিরবতা ভেঙ্গে গাড়ীর হর্নের শব্দে সরগরম হয়ে উঠেছে বাসস্ট্যাণ্ডসহ আশপাশের এলাকা।

তবে ঈদে ঘরমুখি মানুষজনদের কাছে যেভাবে বাড়তি ভাড়া আদায় হয়েছে , ঈদের পরও একই অবস্থা। গত কয়েক বছর এই অবস্থা চললেও এবছর করোনার কারণে মানুষের আর্থিক অবস্থা নিম্নমুখি হওয়ায় বাড়তি ভাড়া গায়ে লাগছে। তবে চাঁদপুর লঞ্চঘাট মুখি সিএনজি অটোরিক্সা ও ঢাকা মুখি মাইক্রো গুলো ছাড়া অন্য রুটগুলোতে বাড়তি ভাড়া সহনশীল বলে জানিয়েছেন যাত্রীরা।

ফরিদগঞ্জ -রায়পুর রুটের সিএনজি অটোরিক্সা চালকরা জানান, রায়পুর পর্যন্ত জনপ্রতি ভাড়া ৪০টার স্থলে ৫০ টাকা নিচ্ছি। অন্যদিকে ফরিদগঞ্জ-চাঁদপুর লঞ্চঘাট পর্যন্ত সিএনজি অটোরিক্সায় জনপ্রতি ভাড়া ৫০/৬০ টাকার স্থলে ১০০/১২০ টাকা আদায় করছে চালকরা।

কয়েকজন যাত্রী জানান, আমাদের গন্তব্যে যেতে হবে। তাই ভাড়ার দিকে না চেয়ে উঠে পড়েছি। কিছুই করার নেই।

এব্যাপারে পরিবহন শ্রমিক ইউনিয়নের ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক কাজী হানিফ জানান, আমরা গাড়রি চালকদের বলেছি , সহনশীল ভাড়া নিতে। বাড়তি ভাড়া নিয়ে যেন কোন যাত্রীর অভিযোগ আমাদের কানে না আসে। #

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়