বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১৩:০৩

ফরিদগঞ্জে বাসস্ট্যান্ডে মানুষের ভীড়, মানছে না স্বাস্থ্যবিধি

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে বাসস্ট্যান্ডে মানুষের ভীড়, মানছে না স্বাস্থ্যবিধি

পবিত্র ঈদুল আযহা শেষে শুরু হয়েছে কর্মের টানে আবারো কর্মস্থলে ফেরা। একই সাথে ঈদ পরবর্তী বেড়ানো শুরু হয়েছে সমানতালে। ফলে ঈদের দিনের যানবাহনের কিছুটা নিরবতা ভেঙ্গে ব্যস্ততা বেড়েছে বাসস্ট্যাণ্ড। তবে কেউই মানছেন না স্বাস্থ্য বিধি বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ডে গিয়ে দেখা গেছে এই চিত্র। যাত্রী, গাড়ী চালক ও হেলপার কারো মুখেই মাক্স দেখা যায় নি। কদাচিৎ দুই একজনের মুখে মাক্স দেখা গেছে।

বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে গণ পরিবহন তেমন একটা নেই। ফরিদগঞ্জ-চট্টগ্রাম রুটের শাহী পরিবহন ছাড়া আর কোন বাস ছিল না। তারা অবশ্য প্রত্যেক যাত্রীকে মাক্স ব্যবহার নিশ্চিত করেছেন। যদিও বিপরীত চিত্র দেখা গেছে। বিভিন্ন মাইক্রো বাস কণ্ট্রাক নিয়ে ঢাকা যাচ্ছে। তাদের কেউই মানছেন না স্বাস্থ্য বিধি। সিটের তুলনায় বেশি লোক নিয়ে ছুটছেন ঢাকাসহ বিভিন্ন স্থানে।

অন্যদিকে চাঁদপুর শহর, চাঁদপুর লঞ্চঘাট, রায়পুরসহ আন্ত:জেলা পরিবহনে সিএনজি অটোরিক্সাই ভরসা। তবে সেখানেও একই চিত্র। অন্যদিকে স্বল্প দুরত্বের জন্য অটোবাইক গুলোর কদর বেশি। সেখানেই চালক এবং যাত্রীদের কাউকেই মাক্স পড়তে দেখা যায় নি। কজন যাত্রী ও চালকের সাথে কথা বললে তারা মাক্স না পড়ার বিভিন্ন অজুহাত দেখিয়েছে।

এ ব্যাপারে উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী হানিফ বলেন, আমরা প্রত্যেক চালককে স্বাস্থ্য বিধি মেনে চলাচলের নিদের্শনা দিয়েছি। একই সাথে যাত্রীরা যাতে মাক্স পরে তাও বলেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়