বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২১ জুলাই ২০২১, ২২:১২

মোটর সাইকেল প্রাণ নিলো রাশেদের

কামরুজ্জামান টুটুল
মোটর সাইকেল প্রাণ নিলো রাশেদের

দ্রুত গতির মোটর সাইকেলে প্রাণ নিল রাশেদের (২০)। রাশেদের মৃত্যুতে পুরো এলাকা ঈদের আনন্দের পরিবর্তে শোকে পরিণত হলো।

আজ ২১ জুলাই বুধবার দুপুরে দ্রুত গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয় রাশেদ। সেখান থেকে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় রাশেদ।

দুর্ঘটনাটি ঘটে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের গোগরা এলাকায়। সে একই উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার ছৈয়াল বাড়ির শহীদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দিন বেলা ২ টার দিকে রাশেদ মোটর সাইকেল যোগে ঘুরতে বের হয়। ঘুরতে গিয়ে সে মোটরসাইকেলটিকে দ্রুত গতিতে চালাতে শুরু করে। দ্রুত গতির কারনে সড়কের পাশের একটি গাছের সাথে তার মোটর সাইকেলটি সজোরে আঘাত করে। এতে করে সে মারাত্বক আহত হয়।

ঘটনার সাথে সাথে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে রেফার করে। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে মারা যায় রাশেদ।

রাশেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুৃফ পাটোয়ারী বলেন, তার লাশ আনার জন্য আমি শাহবাগ থানার ওসির সাথে কথা বলেছি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চাঁদপুর কন্ঠকে জানান, ছেলেটি দ্রুত গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ বিষয়ে নিহতের লাশ ঢাকা থেকে আনতে আমরা সহায়তা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়