প্রকাশ : ০৮ জুন ২০২২, ১৮:২২
শ্রীনগরে তালের শাঁস বিক্রেতারা মহাব্যস্ত
শ্রীনগরে তালের শাঁস বিক্রেতারা মহাব্যস্ত সময় পার করছেন। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাট বাজারে রাস্তাঘাটে নদীর ধারে, স্কুল-কলেজের সামনে ছাত্র-ছাত্রী সহ সকল শ্রেণীর মানুষের পছন্দের ফল হওয়ায় তালের শাঁস বিক্রিতে মহাব্যস্ত তাল শাঁস বিক্রেতারা। জৈষ্ঠ মাসের তীব্র তাপদাহে মানুষ যখন অতিষ্ঠ তৃষ্ণার্ত সে মুহূর্তে নরম তালের শাঁসের ভিতরের কিছু অংশ পানি থাকায় তৃষ্ণা মিটাতে সাহায্য করে খেতেও মজা। তাই শিশু-কিশোর থেকে বয়স্কদের ফলটি পছন্দের হওয়ায় অনেককে রাস্তার পাশে দাঁড়িয়ে খেতে দেখা গেছে। কেউ আবার পরিবারবর্গের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন। একটি তালের শাঁস ১০হতে ১৫টাকায় বিক্রয় হচ্ছে বলে জানান, তাল বিক্রেতা। মৌসুমী ফল তালের শাস বিক্রয় করে হতদরিদ্র অনেক বিক্রেতারা আয় হচ্ছে তা দিয়েই তাদের সংসার চালাচ্ছেন বলে জানান প্রতিনিধিকে।