মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জুলাই ২০২১, ১৫:৪১

'সরকারে করোনা স্থগিত কইচ্ছে'

রাসেল হাসান
'সরকারে করোনা স্থগিত কইচ্ছে'

'ওম্মা! আমনে কইতেন হাইত্তেননো? সরকারেতো করোনা স্থগিত কইচ্ছে। ঈদের হরে আবার শুরু হইবো। হেল্লাইয়ে না মাক্স বাড়িত থুই আইছি...' - খুব আত্মবিশ্বাস নিয়েই কথাগুলো বলেন চাঁদপুর ফরিদগঞ্জের নারিকেল তলা গরুর হাট থেকে গরু কিনে ফেরা ষাটোর্ধ্ব বয়সী আব্দুল লতিফ ভূঁইয়া। গ্রাম্য ভাষায় বলা কথাগুলোর মাধ্যমে বুঝাতে চেয়েছেন, 'এ কী! আপনি জানেন না? সরকার করোনা স্থগিত করেছে। ঈদের পর আবার শুরু হবে। তাই মাস্ক বাড়িতে রেখে এসেছি..'।

আব্দুল লতিফের বাড়ি ফরিদগঞ্জ রুস্তমপুর গ্রামের ভূ্ঁইয়া বাড়িতে। গতকাল সারাদিন গরুর হাটে ঘুরে বিকেলে গরু নিয়ে বাড়ি ফিরছেন। এই প্রতিবেদক কাছে গিয়েই যখন প্রশ্ন করলেন 'চাচা আপনার মাস্ক কোথায়?' তখনই কথাগুলো বলেন তিনি।

সারাদেশে করোনার তৃতীয় ঢেউ মোকাবেলা করতে সরকার গত ১ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন দেন। ২১ জুলাই ঈদ-উল আযহাকে সামনে রেখে মানুষের জীবন, জীবিকা বিবেচনায় ১ সপ্তাহের জন্য শিথিল করে কঠোর লকডাউন তবে শিথিলতার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরে চলাচলের জন্য সকলকে অনুরোধ জানান। বিষয়টি আব্দুল লতিফের মত গ্রামের বহু মানুষের কাছে ধোঁয়াশা। তাদের ধারণা লকডাউন নয়, সরকার করোনা স্থগিত রেখেছে ১ সপ্তাহের জন্য। ঈদের পরই আবার শুরু হবে করোনা। তাই এই এক সপ্তাহ মাস্ক পরা ছাড়া ইচ্ছে মত ঘুরে নেওয়া যাক।

দৈনিক চাঁদপুর কণ্ঠের এই প্রতিবেদক পকেট থেকে একটি নতুন মাস্ক বের করে আব্দুল লতিফকে পরতে দিলে তা প্রত্যাখ্যান করে আব্দুল লতিফের সোজা-সাপটা উত্তর, 'আমনের মাক্স আমনে হড়েন। আঁই আবার ঈদের হরেত্তন হইরাম।'

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়