শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২০ জুলাই ২০২১, ১২:১৭

ফরিদগঞ্জে অটোরিক্সার ধাক্কায় দেড় লক্ষাধিক টাকার গরুর মৃত্যু

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে অটোরিক্সার ধাক্কায় দেড় লক্ষাধিক টাকার গরুর মৃত্যু

ফরিদগঞ্জে দ্রুতগামী সিএনজি অটোরিক্সার ধাক্কায় কোরবানীর হাটে নিয়ে আসা দেড়লক্ষাধিক টাকা মুল্যের একটি গরু প্রাণ হারিয়েছে। চাঁদপুর - রায়পুর আঞ্চালিক মহাসড়কের চতুরা এলাকায় সোমবার (১৯ জুলাই ) রাতে এ ঘটনা ঘটে। এসময় এই সময় সিএনজি অটোরিক্সাতে থাকা ৩ জন যাত্রীও গুরুতর আহত হন।

জানা যায়, যশোরের এক গরু ব্যবসায়ী উপজেলার নারিকেল তলা বাজারে গরুগুলো বিক্রি করার জন্য নিয়ে যায় পরে সন্ধ্যা সাড়ে ৭টার সময় গরু গুলো ফরিদগঞ্জে নেওয়ার পথে ফরিদগঞ্জ থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ধ্বাক্কা দিলে ঘটনাস্থলেই গরুটি মারা যায়। এ সময় সিএনজি অটোরিক্সায় থাকা ৩ জন যাত্রীও গুরুতর আহত হন। আহত সিএনজি চালক চাঁদপুরের মদনা হরিপুর গ্রামের মিনা গাজীর ছেলে মাসুদ মিয়া (৩০)। গাড়িতে থাকা যাত্রীরা হলেন, বাহার,মহসিন আবুল কাশেম, সৈকত, ফজল তারা সবাই উপজেলা কাউনিয়া গ্রামের বাসিন্দা। তাদেরকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে প্রাথমিক চিকিৎসার পর চালককে দ্রুত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে সিএনজি অটোরিকশা টি উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং সিএনজিটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তদন্ত করে পূর্ববর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়