শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুলাই ২০২১, ২৩:০৩

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ‘টিম ১০১’-এর ৪১তম লাশ দাফন

অনলাইন ডেস্ক
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ‘টিম ১০১’-এর ৪১তম লাশ দাফন

কুমিল্লার দেবীদ্বারে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী উপজেলার মধুমুড়া গ্রামের আবদুল মতিনের মরদেহ দাফনের মাধ্যমে ৪১তম লাশ দাফন করলো কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ‘টিম ১০১’।

বৃহস্পতিবার বিকেলে দেবীদ্বারের মধুমুড়ায় জানাজা শেষে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ‘টিম ১০১’-এর সমন্বয়ক লিটন সরকারের নেতৃত্বে লাশ দাফন করা হয়।

দেবীদ্বার বানিয়াপাড়ায় আবদুল মতিন হুমায়ুন আহাম্মেদ করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় মৃত্যুবরণ করেন। তার দাফনের সময় ছিলেন টিমের সদস্য হাফেজ ইয়ামিন, হাফেজ আবদুল হক, যাদব রায়, রবিউল ইসলাম, শামীম আহাম্মেদ, মহিবুল হাসান মাহফুজ, কাউসার সরকার, পপস সুমন, শাহিনুল ইসলাম, ইমন সরকার, সুমন আহাম্মেদ ও শরিফুল ইসলাম।

লিটন সরকার জানান, মানবতার প্রয়োজনে দেশের এই ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর দিক-নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ‘টিম ১০১’ করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের লাশ দাফন, দাহ ও সৎকার করে আসছে। উল্লেখ্য, কোনো আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির মৃতদেহের শেষ বিদায়ের কাজ সস্পন্ন করার জন্য এগিয়ে না আসলে ১০১ টিমের সদস্যরা গিয়ে মৃতদেহকে তার গ্রামের বাড়িতে নিয়ে যায় এবং গোসল, জানাজা, দাফনের কাজ সম্পন্ন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়