শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ২০:২৫

চাঁদপুরের রামপুরে চাল ও নগদ অর্থ বিতরণ

গোলাম মোস্তফা
চাঁদপুরের রামপুরে চাল ও নগদ অর্থ বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের প্রায় দেড় হাজার জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে। আজ ১৭ জুলাই শনিবার সকালে সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে করোনাকালীন কর্মহীন ও অসহায় ৭০০ মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।

করোনার কারণে স্বাস্থ্য মন্তণালয়ের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

উপহার বিতরণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী। এ সময় আরো উপস্থিত ছিলেন ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মির্জা শহিদুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সদস্য মোঃ ইকবাল হোসেন (পলাশ) পাটওয়ারী, ইউপি সচিব রাকিবুল হাসান, ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সোহেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে মহামারী করোনাকালীন সময়ে এবং আসন্ন পবিত্র ঈদুল আযহার পূর্বে কর্মহীন অসহায় মানুষগুলো প্রধানমন্ত্রীর দেয়া এ নগদ অর্থ সহায়তা পেয়ে তারা খুব খুশী এবং উপকৃত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত সপ্তাহে করোনা প্রতিরোধে লক ডাউন চলাকালে উক্ত ইউনিয়নের ৭৮১ জন কর্মহীন অসহায় মানুষকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়