শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

শাহরাস্তিতে প্রধান সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১৮:৪২

মোঃ মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে কৃষি জমি ধ্বংস হতে চলেছে। উপজেলার বেশ কয়েকটি স্থানে বালু উত্তোলনের উৎসব চলে আসলেও এবার প্রধান সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সকলের চোখের সামনেই উত্তোলন করা হচ্ছে বালু, ভরাট করা হচ্ছে কৃষি জমি।

শাহরাস্তি উপজেলার দোয়াভাংগা-পানিওয়ালা সড়কের অপরুপ সৌন্দর্য ডাকাতিয়ার চিখটিয়া ব্রিজের দক্ষিণ প্রান্তে সড়কের উপর দিয়েই ড্রেজারের পাইপ লাইনের মাধ্যমে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এতে করে যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। ব্রিজে উঠা নামার সময় এই প্রতিবন্ধকতা পার হয়েই পার হতে হয় হাজার হাজার যাত্রীদের।

সকলের চোখের সামনে প্রধান সড়কের উপর দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে প্রকাশ্যে বালু উত্তোলনের বিষয়টি যাত্রীদের অবাক করেছে। করোনার এ সময়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অত্র অঞ্চলের একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করছে বলে এলাকাবাসীর জানান।

ঘটনাস্থলে গিয়ে কৃষি জমিতে ড্রেজার চালু অবস্থায় দেখা গেলেও এর সাথে জড়িতরা ধরাছোঁয়ার বাইরে থাকেন। তবে অনেকেই জানান সূচিপাড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মানিক এই ড্রেজার পরিচালনা করে আসছেন। তাকে সার্বিক ভাবে সহযোগিতা করে আসছে স্হানীয় বালু ব্যবসায়ীসহ একটি প্রভাবশালী মহল।

স্হানীয় সংসদ সদস্য মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় প্রায় দেড় শত কোটি টাকা ব্যয়ে সড়কগুলোর সংস্কার করা হয়। বর্তমানে যোগাযোগ ক্ষেত্রে এ উপজেলায় মাইলফলক রচিত হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তির জন্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। কৃষি জমি রক্ষা ও সড়কে যে কোন দূর্ঘটনার হাত থেকে জনগণকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়