প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ২১:০৩
মতলব উত্তরে আশ্রয়ন-গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা
মতলব উত্তর উপজেলা আশ্রয়ন-গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। আজ ১৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
|আরো খবর
'জমি আছে, ঘর নেই’-এই প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে মতলব উত্তর উপজেলায় তৃণমূল স্তরের অসহায় অতিদরিদ্র পরিবারের জন্য গৃহনির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। এ উপজেলায় ইতিমধ্যে ৩৫টি আধা পাকা ঘর তৈরি করে গৃহহীণদের প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল’সহ কমিটির সদস্যবৃন্দ।