বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১২:১২

মতলবের বাজার ও ব্যাংকগুলোতে উপচেপড়া ভীড়, সড়কে যানজট

রেদওয়ান আহমেদ জাকির
মতলবের বাজার ও ব্যাংকগুলোতে উপচেপড়া ভীড়, সড়কে যানজট
মতলবের স্থানীয় কলেজ রোড এলাকায় যানবাহনের ভীড়। পাশে ব্যাংকগুলোতে গ্রাহকদের গাদাগাদির একাংশ। ছবি : রেদওয়ান আহমেদ জাকির

লকডাউন শিথিল করায় করোনাভাইরাসের সংক্রমন রোধে মতলব দক্ষিণ উপজেলার বাজারগুলোতে সামাজিক দুরুত্ব বজায় রাখছে না ক্রেতা বিক্রেতা ও ব্যাংকের গ্রাহকরা। এছাড়াও রাস্তা ঘাটে বাড়ছে যানবাহনের ভীড়।

ব্যাংকগুলোতে টাকা উত্তোলন ও বাজারগুলোয় কেনাকাটায় লেগেছে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। স্বাভাবিক সময়ের মতো ঠেলাঠেলি আর হুড়োহুড়ি করে বাজার করছেন অধিকাংশ ক্রেতা। ক্রেতাদের মুখে নিম্নমানের মাস্ক থাকলেও বেশিরভাগ বিক্রেতারা মাস্ক ও গ্লাভস ব্যবহার করছেন না। ব্যাংকগুলোতে গ্রাহকদের ঠেলাঠেলি ও উপচে পড়া ভিড়ে কোন পদক্ষেপ নেই ব্যাংক কর্মকর্তাদের। উল্টো গ্রাহকদের দোষ দিয়ে ঠাঁয় বসে আছেন ব্যাংক কর্মকর্তাগণ। এতে করোনা ভাইরাস ঝুকিতে আছে উপজেলার সকল পর্যায়ের মানুষ। বেশির ভাগ ক্রেতারা বলছেন, নিজ এলাকা লকডাউনের আশঙ্কা, আগামীতে আরো কড়াকড়ি এবং বুধবার পবিত্র ঈদ-উল-আযহার কারণে বেশি করে বাজার ও গরু ক্রয় করার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করছেন তারা। সামনে কি হয় না হয় তা বলা কঠিন। এজন্য প্রয়োজনীয় যা কিছু তা কিনে রাখছেন ক্রেতারা।

সরজমিনে মতলব বাজার, মুন্সীরহাট ও নারায়নপুর বাজার এলাকায় দেখা যায়, কাঁচা বাজার, ফল মার্কেট ও ব্যাংকগুলোতে গাদাগাদি করে রয়ছে জনসাধারণ। ভিড়ের মধ্যে দাড়িয়ে টাকা উত্তোলন ও বাজার করছে তারা। দোকানিরা ও ব্যাংক কর্মকর্তাগণ এ ব্যাপারে সতর্ক করছে না। বিক্রেতারা ব্যবহার করেননি মাস্ক বা গ্লাভস। অনেক ক্রেতা সাধারণ ব্যবহার করছে না মাস্ক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়