প্রকাশ : ২২ জুলাই ২০২১, ২১:২০
হাজীগঞ্জে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়
২২ জুলাই দুপুর থেকে হাজীগঞ্জ বাস স্ট্যান্ডে প্রচুর যাত্রীর চাপ লক্ষ্য করা যায়। সন্ধ্যার পর সে চাপ আরো বাড়তে থাকে। যাত্রীর চাপে কাউন্টারগুলোতে টিকেটের সংকট দেখা দেয়।
|আরো খবর
হাজীগঞ্জ থেকে ঢাকাগামী পদ্মা প্রিমিও, আল আরাফাহ, তিশা ও বিআরটিসির বাস ছেড়ে যায়। কয়েকটি কাউন্টারে কথা বলে জানা যায়, যাত্রীদের প্রচুর চাপ রয়েছে। রাস্তায় জ্যাম থাকার কারনে গাড়ি এসে পৌছাতে দেরি হচ্ছে। রাস্তায় জ্যাম না থাকলে যাত্রীদের চাপ সামলানো যাবো। আগামীকাল ভোর ছয়টা থেকে কঠোর লকডাউন শুরু হবে। তাই যাত্রীদের এমন চাপ বলে জানা যায়।