শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ২১:৩৮

চাঁদপুরে নয় ঘণ্টায় তিন করোনা রোগীর মৃত্যু

চাঁদপুরে নয় ঘণ্টায় তিন করোনা রোগীর মৃত্যু
অনলাইন ডেস্ক

গতকাল ১০ জুলাই শনিবার বিকেল ৪টা ৫০ মিনিট থেকে ঐদিন দিবাগত রাত ২টা পর্যন্ত ৯ ঘণ্টায় চাঁদপুরে করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।

এদের একজন মতলব উত্তর উপজেলার আর দুইজন সদর উপজেলার। সদর উপজেলার দুইজন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। আর মতলব উত্তরের জন সদর হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে মারা যান। মারা যাওয়া তিনজন হচ্ছেন : সদর উপজেলার শাহতলী হামানকর্দী গ্রামের টিটু খান (৪৫), রামপুর ইউনিয়নের ছোটসুন্দর আলগী পাঁচগাঁও গ্রামের অহিদা বেগম (৫৮) এবং মতলব উত্তরের ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের শাহবাজকান্দি গ্রামের খালেক মৃধা।

এদের মধ্যে খালেক মৃধা শনিবার দিবাগত রাতে ঢাকা নেয়ার পথে মারা যান। আর টিটু খান শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে এবং অহিদা বেগম শনিবার দিবাগত রাত ২টায় সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান। এই তিন মৃত্যুসহ জেলায় এই ১৫ মাসে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়