প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২২, ১৮:১৮
প্রফেসর ডাঃ আবদুল গফুর এর ৮ম মৃত্যুবার্ষিকী
শাহতলী কামিল মাদরাসার সাবেক বাংলা প্রফেসর ও এলাকার সর্বস্তরের মানুষের প্রাণের মানুষ ডাঃ প্রফেসর ডা: আবদুল গফুরের আজ ( ৯ই জানুয়ারি) ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। ২০১৪ সালের জানুয়ারি মাসের এইদিনে তিনি শাহতলীর নিজ বাড়িতে মৃত্যু বরন করেন।
ডা: আবদুল গফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স কৃতিত্বের সাথে শেষ করে চাঁদপুরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু করেন। তিনি উক্ত মাদ্রাসায় ৩০ বছর ধরে একটানা অধ্যাপনা করেন। এ ছাড়া ও জীবনদ্দশায় তিনি শাহতলী বাজারে সুনামের সাথে হোমিও চিকিৎসক হিসেবে চিকিৎসা পেশায় জড়িত ছিলেন। তাঁর পৈত্রিক বাড়ির টাংগাইল জোলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের কান্দপাচুরিয়া গ্রামে হলেও বর্তমানে তার পরিবার শাহতলী এলাকায় স্থায়ী বাসিন্ধা হিসেবে বসবাস করছেন।
প্রফেসর ডাঃ আবদুল গফুর এর মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করেছেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।