প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৮:২৯
পৌর কর্তৃপক্ষ এখনো নিরব...
বাবুরহাট বাজারের মধ্যে গরু জবাই অব্যাহত
চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডে বাবুরহাট বাজার একটি সুবিশাল বাজার। জনগুরুত্বপূর্ণ এই ওয়ার্ডে অবস্থিত বাজারটি অব্যবস্থার কারণে বাজারের পরিবেশগত অবস্থা হুমকির মুখে পড়ছে।
সম্প্রতি দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকায় এ বিষয়ে কয়েকটি সংবাদ প্রকাশের পরও এই ওয়ার্ডের পরিবেশগত উন্নয়নে তেমন কোনো প্রদক্ষেপ নেওয়া হয়নি। পৌর কর্তৃপক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে এর প্রতিকার পাওয়া যাচ্ছে না বলে জানান বাজারের ব্যবসায়ীরা।
সোমবার বাবুরহাট বাজারে দেখা যায়, বাজারের মধ্যেই দিনে বেলায় প্রকাশ্যেই চলছে গরু জবাই। পূর্বে রাতের আধারে গোপনে বাজারের মধ্যে গরু জবাই করলেও বর্তমানে কসাইরা দিনে-দুপুরে বাজারের মধ্যেই গরু জবাই করছেন। ফলে বাজারে পরিবেশগত অবস্থা দিন দিন হুমকির মুখে পড়ছে।
এ বিষয়ে কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে জানান, এ বিষয়ে তো কয়েকবারই পত্রিকায় সংবাদ প্রকাশিত হলো কিন্তু এখনো বন্ধও হয়নি। কর্তৃপক্ষ থেকে কোনো ব্যবস্থাও নেয়নি! যার ফলে তারা এখন দিনের বেলায় বাজারের মধ্যে গরু জবাই করছেন।
বাবুরহাট বাজারে চাঁদপুর পৌরসভা কর্তৃক নির্মিত গরু জবাইয়ের নির্দিষ্ট স্থান থাকলেও সেখানে গরু জবাই না করে বাজারের মধ্যেই গরু জবাই করা হচ্ছে দীর্ঘদিন যাবত। ফলে গরুর রক্ত ও অন্যান্য বজ্র ড্রেনে জমা হয়ে মারাত্মক দুর্গন্ধসহ মশা-মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। দুর্গন্ধ এমন অবস্থা যে ব্যবসায়ীরা নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে দুর্গন্ধের কারণে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।
বাবুরহাট বাজারের পরিবেশগত উন্নয়নে পরিবেশ অধিদপ্তর ও চাঁদপুর পৌর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন বাজারের ব্যবসায়ী ও আগত ক্রেতাসাধারণ।