প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ০০:৪১
হাজীগঞ্জে ১১ ইউনিয়নে বিজয়ী নৌকা ৬, বিদ্রোহী ২ ও স্বতন্ত্র ৩
হাজীগঞ্জের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছে ৬ জন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র ২ জন ও স্বতন্ত্র তথা বিএনপি বিজয়ী হয়েছে ৩টিতে।
|আরো খবর
এর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল হাদি, বাকিলা ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর ( বিএনপি), ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতীকে গোলাম মোস্তফা স্বপন (বিএনপি), ৫নং সদর ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন (যুবলীগ), ৬নং বড়কুল ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতীকে মজিবুর রহমান (যুবলীগ), ৭নং বড়কুল স্বতন্ত্র আনারস প্রতীকে নুরুল আমিন হেলাল ( বিএনপি), ৮নং হাটিলা ইউনিয়নে নৌকা প্রতীকে মোস্তফা কামাল মজুমদার, ৯নং গন্ধব্যপুর নৌকা প্রতীকে কাজী নুরুর রহমান বেলাল, ১০নং গন্ধব্যপুর ইউনিয়নে নৌকা প্রতীকে গিয়াস উদ্দিন বাচ্ছু, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীকে মজিবুর রহমান মজুমদারকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
রাজারগাঁও ইউনিয়নে ১৯৫১৬ ভোটের মধ্যে ১১১০৫ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১১০৭৭ ভোট বৈধ ও ২৮ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া ৫৭৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মো. রফিকুল ইসলাম পাটওয়ারী ৪৬৬৪ ভোট পেয়েছেন।
বাকিলা ইউনিয়নে ১৯৯০৮ ভোটের মধ্যে ১২৯৯৪ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১২১৫৬ ভোট বৈধ ও ৮৩৮ ভোট বাতিল হয়। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে মিজানুর রহমান মিলন ৫৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে মুহাম্মদ হাবিবুর রহমান লিটন ৪০৬৬ ভোট পেয়েছেন।
কালচোঁ উত্তর ইউনিয়নে ১৩৩৩২ ভোটের মধ্যে ৯০১৯ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৮৮০৫ ভোট বৈধ ও ২১৪ ভোট বাতিল হয়। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতিকর প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া ৬৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল মতিন মজুমদার ২২৫৮ ভোট পেয়েছেন।
কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ২৩৬১২ ভোটের মধ্যে ১৪৭৫০ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১৪৩৭৯ ভোট বৈধ ও ৩৭১ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে ঘোড়া প্রতীকে গোলাম মোস্তফা স্বপন ৮৯১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আকতার হোসেন মিকন ৪৮৪৭ ভোট পেয়েছেন।
হাজীগঞ্জ সদর ইউনিয়নে ২৯০৩১ ভোটের মধ্যে ১৭৬৫১ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১৭১৭২ ভোট বৈধ ও ৪৭৯ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন ৯৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আলহাজ্ব সফিকুল ইসলাম মীর ৫৪৭০ ভোট পেয়েছেন।
বড়কুল পূর্ব ইউনিয়নে ২০৩৮৫ ভোটের মধ্যে ১৪২৬১ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১৩৮৭৯ ভোট বৈধ ও ৩৮২ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে মজিবুর রহমান মজিব ৬১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আহসান হাবিব ৪২১২ ভোট পেয়েছেন।
বড়কুল পশ্চিম ইউনিয়নে ১৪৪৩৫ ভোটের মধ্যে ৯৭৬৮ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৯৫০৮ ভোট বৈধ ও ২৬০ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে নুরুল আমিন হেলাল ৪৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনির হোসেন গাজী ৪৬১৮ ভোট পেয়েছেন।
হাটিলা পূর্ব ইউনিয়নে ১৭৭০০ ভোটের মধ্যে ১১৪০২ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১১১০৫ ভোট বৈধ ও ২৯৭ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল মজুমদার ৩৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোশারফ হোসেন ৩৫১৮ ভোট পেয়েছেন।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১৭২৭২ ভোটের মধ্যে ১১৯২২ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১০৫৯৪ ভোট বৈধ ও ৩২৮ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৈৗকা প্রতীকের প্রার্থী কাজী নুরুর রহমান বেলাল ৫৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মো. রফিকুল ইসলাম মেলেটারী ৪২৮১ ভোট পেয়েছেন।
গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ১৫৫২৭ ভোটের মধ্যে ১০১১০ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৯৮৩৬ ভোট বৈধ ও ২৭৪ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৈৗকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চু ৬৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকে মো. নাসির উদ্দিন ২৩০১ ভোট পেয়েছেন।
হাটিলা পশ্চিম ইউনিয়নে ১২৩৭৪ ভোটের মধ্যে ৮৯৯২ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৮৮৩১ ভোট বৈধ ও ১৬১ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী একেএম মজিবুর রহমান ৪৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ঘোড়া প্রতীকে মো. ইমাম হোসেন লিটন ৩৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।