মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ১৭:৪১

হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত

হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও অপরজন মারাত্মক আহত হয়েছে। ৯ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পর চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের হাজীগঞ্জ অংশের পাতানিশ পাটোয়ারী বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত আরিফ খান জয় (৩২) কুমিল্লার বড়ুয়া উপজেলার আড্ডা গ্রামের খান বাড়ির কুদ্দুস খানের ছেলে। আরিফ হাজীগঞ্জ বাজারের একটি পলিসাইন প্রতিষ্ঠানে চাকুরি করতেন। একই ঘটনায় মারাত্বক আহত জালাল (২০) একই গ্রামের আলী আশ্রাফের ছেলে।

পাতানিশ এলাকার প্রত্যক্ষদর্শী আবুল খায়ের জানান, লকডাউনের সুবিধায় ফাঁকা সড়কে দ্রুতবেগে চলা মোটর সাইকেল ও ট্রাক একটি আরেকটিকে দ্রুতবেগে অতিক্রমকালে মুখোমুখি সংর্ঘষ্যে লিপ্ত হয়। এতে মোটর সাইকেলটি ভেঙ্গে কয়েক টুকরা হয়ে সড়কের পাশে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা মারাত্বক আহত দুই মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে তাৎক্ষনিক ঢাকা রেফার করেন।

এদিকে ঢাকা নেয়ার পথে হাজীগঞ্জ থেকে মাত্র ১০ কিলোমিটার তথা কচুয়া গেলে অ্যাম্বুলেন্সের ভিতরেই আরিফ খান জয় মারা যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়