প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ১৫:৩৩
শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত
শাহরাস্তিতে পিকআপ ভ্যান ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ৯ জুলাই শুক্রবার ভোররাত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায় এ দুর্ঘটনায় মোঃ কাজল মিয়া (৪৫) এক মাছ ব্যবসায়ী নিহত হয়। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায় নিহত মোঃ কাজল মিয়া হবিগঞ্জ জেলার হবিগঞ্জ থানার নওগাঁ গ্রামের মশব আলীর ছেলে। তিনি ২ মেয়েসহ ওয়ারুক বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং শাহরাস্তি উপজেলায় দীর্ঘদিন হ্যাসারী (রেনু পোনা) ব্যবসা করে আসছেন।
|আরো খবর
তিনি ৯ জুলাই ভোর সাড়ে ৩টায় রেনু পোনার জন্য লাকসাম উদ্দেশ্যে রওনা হয়। লাকসামে যাওয়ার পথে মেহের উত্তর ইউনিয়নের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কাঁকৈরতলা শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ সড়ক দুর্ঘটনার শিকার হয়। তাৎক্ষণিক এলাকাবাসী উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি-পিকআপকে থানা নিয়ে আসে। নিহত কাজল মিয়া স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এ বিষয়ে নিহতের পরিবার আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ বাড়ি নেওয়ার জন্য প্রস্তুতি চলছে।