বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ২২:২১

ফরিদগঞ্জের ৭৩ জন চেয়ারম্যানসহ ৬৯৩ প্রার্থী প্রতীক নিয়ে মাঠে

প্রবীর চক্রবর্তী

আগামী ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অবশেষে প্রতীক নিয়ে মাঠে নামলো ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের এবং সাধারণ আসনের সদস্য প্রার্থীরা।

সোমবার (২০ ডিসেম্বর) রির্টানিং অফিসারগণ নিজ নিজ দায়িত্ব প্রাপ্ত ইউনিয়নগুলোর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে ভোর থেকে উপজেলার বিভিন্ন নির্বাচনী এলাকার প্রার্থীদের হাজার হাজার সমর্থকরা উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়।

এই সময় ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩জন, সংরক্ষিত আসনের ১২৪জন এবং সাধারণ আসনে ৪৯৬জন প্রার্থীসহ মোট ৬৯৩জন প্রার্থী ও পক্ষে সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে যারা নির্বাচন করছেন, তারা বিশাল বিশাল শো-ডাউন নিয়ে তাদের প্রতীক গ্রহণ করেছেন। প্রায় পুরোদিনই উপজেলা পরিষদ এলাকা ছিল নির্বাচনী আমেজে মুখরিত।

প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন, বালিথুবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন চেয়ারম্যান পদে বাহা উদ্দিন (নৌকা)সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন (আনারস),ওয়ালি উল্ল্যাহ (হাতপাকা) ।

বালিথুবা পুর্ব ইউনিয়নে চেয়ারম্য্যান পদে জি এম হাসান তাবাচ্চুম (নৌকা), বর্তমান চেয়ারম্যান মো: হারুনুর রশীদ (আনারস), মো: ইব্রাহিম (মটর সাইকেল) সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন খান নয়ন (চশমা), মাসুম বিল্লাহ (হাতপাকা) প্রতিদ্বন্ধিতা করছেন।

সুবিদপুর পুর্ব ইউনিয়নে চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী (মটর সাইকেল), মো: হামিদ(গোলাপ ফুল), হোসেন কাজী (টেলিফোন), কবির আহমেদ(হাতপাখা), আরমান হোসেন (ঘোড়া), বর্তমান চেয়ারম্যান শারাফত উল্ল্যা(নৌকা), বেলায়েত হোসেন(চশমা), জাকির হোসেন বাবু(আনারস) ।

সুবিদপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন বর্তমান চেয়ারম্যান মহসীন হোসেন (আনারস), সিদ্দিক মিজি(গোলাপ ফুল), শফিক বেপারী(হাতপাখা), এস এম জসিম উদ্দিন আনসারী(চশমা) পারভেজ হোসাইন (নৌকা)।

গুপ্টি পুর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে সাইমুন(পাতপাখা), সাবেক চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী (চশমা), মো. কবির আহাম্মেদ (মটর সাইকেল), মো. আবদুল মান্নান (আনারস), মো.মোস্তাফিজুর রহমান(ঘোড়া),বর্তমান চেয়ারম্যান আব্দুল গনি পাটওয়ারী(নৌকা), মো. মহিউদ্দিন (টেবিল ফ্যান), মো. সিরাজুল ইসলাম(টেলিফোন) প্রতিদ্বন্ধিতা করছেন।

গুপ্টি পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে মো. মাসুদ রানা (হাতপাখা), মোঃ আব্বাছ (মটর সাইকেল), বুলবুল আহাম্মেদ (আনারস), রফিকুল ইসলাম(নৌকা)।

পাইকপাড়া উত্তর ইউনিয়নে সাইফুল ইসলাম সর্দার(আনারস), মো: মহসীন(ঘোড়া), সাবেক চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী ম্মেদ(মটর সাইকেল), মো: তোফায়েল ইসলাম আহম্মেদ(চশমা), ই্ব্রাহিম শেখ(হাতপাখা), মো: মো: আলা উদ্দিন (নৌকা) প্রতিদ্বন্ধিতা করছেন।

গোবিন্দপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: শাহআলম গাজী(হাতপাখা), এমরান হোসেন (আনারস) , মাসুদ আলম (মটর সাইকেল), বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী (নৌকা), মো: শাহ আলম শেখ (চশমা) প্রতিদ্বন্ধিতা করছেন।

গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: এমরান হোসেন(আনারস), হুমায়ুন কবির (হাতপাখা), আলাউদ্দিন আহমেদ(নৌকা), মো: হুমায়ুন কবির পাটওয়ারী(চশমা), আবু জাফর(মটর সাইকেল)।

চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বাছির আহমেদ(আনারস), মামুনুর রশিদ (রজনীগন্ধা), নুরুল আমিন পাটওয়ারী(টেবিল ফ্যান), সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারী(ঘোড়া), হাসান আহমেদ সুমন (মটর সাইকেল), মোস্তফা কামাল পাটওয়ারী(অটোরিক্সা), মাহমুদুল হাসান মিরাজ( নৌকা), আবুল হোসেন পাটওয়ারী(টেলিফোন), এস এম নুরুন্নবী(চশমা)), আমান উল্ল্যা (হাতপাখা) প্রতিদ্বন্ধিতা করছেন।

চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: শাহজাহান (আনারস), মিজানুর রহমান ভূঁইয়া (মটর সাইকেল),বর্তমান চেয়ারম্যান হাসান আব্দুল হাই (চশমা), মোরশেদ আলম মুরাদ(নৌকা) ও হাবিবুর রহমান (হাতপাখা) প্রতিদ্বন্ধিতা করছেন।

রূপসা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে এস এম কাউসারুল আলম কামরুল(মটর সাইকেল), মো: ওমর ফারুক ফারুকী(নৌকা), নুরের রহমান পাটওয়ারী (আনারস), মো: কামাল (হাতপাখা)।

রূপসা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ওয়াহিদুর রহমান (চশমা), আ: কাদের খোকন (আনারস) , ইউছুপ পাটওয়ারী (হাতপাখা), জহিরুল ইসলাম(মটর সাইকেল), মো: শরীফ হোসেন (নৌকা) প্রতিদ্বন্ধিতা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়