প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ১৯:১৮
চাঁদপুরে বিদেশগামী কর্মীদের ৩ দিনব্যাপী প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন সম্পন্ন
চাঁদপুর মেরিন একাডেমিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বিদেশগামী কর্মীদের ৩ দিন ব্যাপী প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে।
২০ ডিসেম্বর সোমবার সকালে ইস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আই.এম.টি) চাঁদপুর এর অধ্যক্ষ ড. ইঞ্জি. মোঃ সাকায়াত আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশে কর্মসংস্থান শুধুমাত্র দেশের বেকারত্বই হ্রাস করে না, একই সাথে বিদেশে কর্মরত প্রবাসীদের প্রেরণকৃত রেমিটেন্স দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছে। গন্তব্য দেশের রীতিনীতি, ভাষা, আইন-কানুন, করণীয় ও বর্জনীয়, নিজ-নিরাপত্তা ও কল্যাণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণার্থীদের প্রাথমিক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ ও অনুষ্ঠান আয়োজক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।