শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ২২:০৭

কচুয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ: ছালাম সওদাগর

কচুয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ: ছালাম সওদাগর
মোহাম্মদ মহিউদ্দিন ও মেহেদী হাসান

পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের আব্দুস ছালাম সওদাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আজ (১৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে অপর ৮ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে বিষয়টি রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক নিশ্চিত করেছেন।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী মেশকাত হোসেন নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. জিসান আহমেদ পাটওয়ারী, মো. আমিনুল ইসলাম মালেক, মোহাম্মদ হালিম পাটওয়ারী, মো. রুহুল আমিন সিকদার, মো. আহসান হাবিব, পারভিন আক্তার মনোনয়নপত্র জমা দেন। তারা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রবিবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস ছালাম সওদাগর একক প্রার্থী হিসেবে থেকে যায়।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কড়ইয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুযায়ী ভোট শেষে অন্য সকল ইউনিয়নের সঙ্গে তার গেজেট প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়