শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ২২:০৭

কচুয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ: ছালাম সওদাগর

কচুয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ: ছালাম সওদাগর
মোহাম্মদ মহিউদ্দিন ও মেহেদী হাসান

পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের আব্দুস ছালাম সওদাগর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

আজ (১৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে অপর ৮ প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে বিষয়টি রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক নিশ্চিত করেছেন।

এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী মেশকাত হোসেন নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. জিসান আহমেদ পাটওয়ারী, মো. আমিনুল ইসলাম মালেক, মোহাম্মদ হালিম পাটওয়ারী, মো. রুহুল আমিন সিকদার, মো. আহসান হাবিব, পারভিন আক্তার মনোনয়নপত্র জমা দেন। তারা মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রবিবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস ছালাম সওদাগর একক প্রার্থী হিসেবে থেকে যায়।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কড়ইয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুযায়ী ভোট শেষে অন্য সকল ইউনিয়নের সঙ্গে তার গেজেট প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়