শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯:৪৯

হাইমচরে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

হাইমচরে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়নপত্র প্রত্যাহার
মোঃ সাজ্জাদ হোসেন রনি

আগামী ২৫ জানুয়ারি হাইমচর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ৬ জন সংরক্ষিত আসনের ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দীতায় সাধারণ সদস্য ১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ২ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত আসনে ৩৮ ও সাধারণ সদস্য পদে ১২৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। রবিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে ৩নং আলগী দূর্গাপুর দক্ষিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

২ নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে উপজেলা যুবলীগ সদস্য ইসমাইল আখন তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৪নং নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে নীলকমল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নোয়াব মোল্লা মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৫ নং হাইমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত সরকার মনোনয় প্রত্যাহার করেছেন।

সংরক্ষিত আসনে ৩৮ জনের মধ্যে, ৪নং নীলকমল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফারভিন বেগম ও ১ নং ওয়ার্ডের মোরশেদা বেগম। সাধারণ সদস্য পদে ১২৬ জন প্রার্থীর মধ্যে ৫নং হাইমচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ২ নং উত্তর আলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মহাসিন আখন ও সেলিম মিজি, ৫ নং ওয়ার্ডের রফিক মিজিসহ ৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন।

৫নং হাইমচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তাজুল ইসলাম গাজী, ৪নং ১ নং ওয়ার্ডে শাহজাদি বেগম ও ২ নং ওয়ার্ডের আছিয়া বেগম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়