শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮:৩১

হাজীগঞ্জে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর উপর হামলার অভিযোগ

হাজীগঞ্জে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর উপর হামলার অভিযোগ
পাপ্পু মাহমুদ

হাজীগঞ্জ উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা র্মাকার চেয়ারম্যান প্রার্থী এ কে এম মজিবুর রহমানের বাস ভবনে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে দুর্বৃত্তরা আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম মজিবুর রহমানের ধড্ডা নিজ বাস ভবনে হামলা চালায়। দুর্র্বৃত্তদের হামলায় তিনি আহত হন। আহত চেয়ারম্যান প্রার্থী এ কে এম মজিবুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চেয়ারম্যান প্রার্থী এ কে এম মজিবুর রহমানের ভাই কামাল বেপারী জানান, রাত প্রায় ১টার দিকে হামলাকারীরা বাড়ির দ্বিতীয় তলায় (যে কক্ষে আমার ভাই ঘুমায়) গুলি করে। অল্পের জন্য আমার ভাই প্রানে রক্ষা পেয়েছে। তবে এখনো শঙ্কা মুক্ত নয়। গুলির শব্দ শুনে আমরা ডাক চিৎকার দেই। বাড়ির লোকজনের ডাক চিৎকার শুনে হামলাকারীরা পালিয়ে যায়। আমরা ভাইকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। পরে সেখান থেকে কুমিল্লা রেফার করে। বর্তমানে কুমিল্লায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছে। আমি ও আমাদের হাজীগঞ্জ সার্কেলের এএসপি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়