শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১৩:১২

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন ভাবনা

জনগণকে সাথে নিয়ে টামটা দক্ষিণ ইউনিয়নের সকল সমস্যার সমাধান করা হবে : জসিম উদ্দীন পাটওয়ারী

মোঃ মঈনুল ইসলাম কাজল
জনগণকে সাথে নিয়ে টামটা দক্ষিণ ইউনিয়নের সকল সমস্যার সমাধান করা হবে : জসিম উদ্দীন পাটওয়ারী

নির্বাচন কমিশনের ঘোষনার পর থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগন নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন। তফসিল ঘোষণার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগণ। নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে সম্ভাব্য প্রার্থিগন দলীয় মনোনয়নের পাশাপাশি জনগনের আস্থা ও ভালোবাসা অর্জনে সময় পার করছেন। নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্য নিয়ে অনেকেই নিজের প্রার্থীতা জানান দিতে পাড়া মহল্লায় পোস্টার বিলবোর্ড লাগিয়ে জনগনের নজরে আসতে চেষ্টা করছেন। আবার কেউ এলাকার নানান সমস্যায় জনগনের পাশে দাড়িয়ে তাদের আস্থা অর্জনের জন্য সময় পার করছেন। সম্ভাব্য প্রার্থিগন একই সাথে দলীয় নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন প্রচার মাধ্যমের আশ্রয় নিচ্ছেন। প্রার্থীগন মনে করছেন দলীয় প্রতিকের পাশাপাশি জনগনের আস্থা অর্জন করতে পারলেই জনগনের প্রতিনিধি হওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। চেয়ারম্যান প্রার্থীগন তফসিল ঘোষনার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন, যে কোন দিন ঘোষনা হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দৈনিক চাঁদপুর কন্ঠের নিয়োমিত আয়োজনে আজ থাকছে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজসেবক উপজেলা কৃষকলীগের সভাপতি এ.কে.এম জসিম উদ্দীন পাটওয়ারী।

টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশী গ্রামের পাটওয়ারী বাড়ির ইয়াকুব আলী পাটওয়ারীর ছেলে জসিম উদ্দীন ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন তিনি। ছাত্র রাজনীতির সক্রিয় জসিম উদ্দীন ইউনিয়ন থানা ও জেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

শাহরাস্তির রাজনীতিতে অতি পরিচিতমুখ, জসিম উদ্দীন পাটওয়ারী বর্তমানে শাহরাস্তি উপজেলা উন্নয়ন কমিটির সদস্য, টামটা দক্ষিণ ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থি হওয়ার লক্ষ্য নিয়ে তিনি দির্ঘদিন ধরে এলাকার জনগনের জন্য কাজ করে যাচ্ছেন।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক জসিম উদ্দীন পাটওয়ারী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয় প্রত্যাশী। তরুন এ সাবেক ছাত্রনেতা জসিম উদ্দীন আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, ছাত্র রাজনীতি থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পযন্ত থানা ছাত্রলীগের নেতৃত্বে থাকার কারণে বিএনপি জামায়াতের চারদলীয় ঐক্যজোটের হামলা মামলা ও নির্যাতনের শিকার হতে হয় আমাকে। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুর রব সাহেবের নৌকা প্রতিকের পক্ষে সক্রিয় ভুমিকা রাখি। এরপর থেকে প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের জয়ের জন্য সক্রিয়ভাবে কাজ করেছি।

বর্তমান শাহরাস্তি উপজেলা কৃষকলীগকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। দলের একজন কর্মী হিসেবে আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। ইউনিয়নের প্রতিটি জনগনের পক্ষে থেকে তাদের পাশে দাড়াতে চাই আমি। আমি নৌকা প্রতিক পেলে ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করবো। বর্তমান সরকারের উন্নয়নের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে কাজ করে যাবো। জনগনের সুখে দুঃখে তাদের পাশে থেকে কাজ করতে চাই। দূণির্তিমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়