প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:৩১
মতলব উত্তরে পাউবোর ফিশারি দখলের চেষ্টা

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চাঁদপুরের অধীনে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন সরকারি লিজকৃত ফিশারি কতিপয় ব্যক্তি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রবাসী ব্যবসায়ী ডি কে আরিফ। মতলব উত্তর উপজেলার ভাটি রসুলপুরে সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন ফিশারিটি ডি কে আরিফকে লিজ দেয় পানি উন্নয়ন বোর্ড। তবে স্থানীয় কিছু ব্যক্তি এই ফিশারিটি দখলের চেষ্টা করছে বলে থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়।
অভিযোগে বাদী ডি কে আরিফ উল্লেখ করেন, পানি উন্নয়ন বোর্ড থেকে ফিশারিটি লিজ নেন তিনি। এখন পর্যন্ত লিজ নেয়া প্রায় ৬ একর জায়গায় সাড়ে ৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন। জায়গাটি দখল করার জন্যে অভিযোগে উল্লেখিত বিবাদী হাবিব উল্লাহ (৫০), ছানাউল্লাহ (৬৫) , ওমর হোসেন সহ অজ্ঞাত ১০/১২ জন এসে সরাসরি বাদী ডি কে আরিফকে ফিশারি দখল ও প্রাণনাশের হুমকি দেয় বলে জানা গেছে। এ বিষয়ে মতলব উত্তর থানায় শনিবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন ডি কে আরিফ।
লিজ বিষয়ে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী তন্ময় পাল বলেন, ডি কে আরিফ পানি উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত একজন লিজ গ্রহীতা। লিজ বিষয়ক কোনো জটিলতা নেই আমাদের। সর্বশেষ লিজ প্রদানের বিষয়টি এখনও বহাল আছে।








