প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৯:২৮
পুরাণবাজার হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার ছবক উদ্বোধন

চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদীর ডা. আব্দুল হাই আখন্দ বাড়ি প্রাঙ্গণে হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রথম ছবক (২০২৬) উদ্বোধন, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ও অত্র মাদ্রাসার প্রধান উপদেষ্টা মুফতি মিজানুর রহমান কাসেমী ছবক প্রদান ও দোয়া পরিচালনা করেন।
|আরো খবর
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা হারুন অর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ইমরান হোসাইন। সার্বিক সহযোগিতা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মজিবুর রহমান আখন্দ ও রাসেল আখন্দ। নতুন বছরে ২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এ নিয়ে অত্র মাদ্রাসায় প্রায় দু শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
অনুষ্ঠানে সকল শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবক শেষে ২১ জন কৃতী শিক্ষার্থীকে মাদ্রাসা কর্তৃপক্ষ পুরস্কার প্রদান করেন। এছাড়া পাঠদানে ভালো ভূমিকা রাখার জন্যে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান আখন্দ ব্যক্তিগতভাবে সকল শিক্ষককে শুভেচ্ছা উপহার প্রদান করেন।








