বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:১২

সালতামামি

(২০২৫ সালে চাঁদপুর জেলায় সংঘটিত উল্লেখযোগ্য ঘটনাবলি)

গ্রন্থনায় : সোহাঈদ খান জিয়া
সালতামামি

জানুয়ারি

১ : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

২ : মতলব উত্তরের গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করার সময় মো. হেলাল, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, মো. আকাশ ও নিরব নামে ৫ জনকে অস্ত্রসহ জনতা আটক করে।

৩ : চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় সিএনজি অটোরিকশা চালক সুমন হত্যা মামলার আসামী সুমন পাটোয়ারীকে বাগেরহাট থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করে।

৫ : মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় চরচারানি গ্রামে ভাংচুর ও হামলার ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ করে।

৬ : চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তিনটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ ৯ জনকে গ্রেফতার করে নৌপুলিশ।

একইদিনে ফরিদগঞ্জের পশ্চিম রূপসা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে যুবদল নেতা রাসেলকে ইয়াবাসহ গ্রেফতার করে।

৮ : মতলব উত্তরের সিপাইকান্দি গ্রামে গাছ কাটতে গিয়ে গাছের নিচে পড়ে মো. জামাল আখন (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ী মারা যায়।

একইদিনে চাঁদপুর সার্কিট হাউজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাহজাহান খান (৭৫) নামে এক পথচারী নিহত হয়।

একইদিনে চাঁদপুর কণ্ঠে ধারাবাহিক প্রতিবেদন লিখে চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিকতা পুরস্কার পেলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব দক্ষিণ উপজেলার নিজস্ব প্রতিনিধি মুহাম্মদ আরিফ বিল্লাহসহ ছয় সাংবাদিক।

৯ : কচুয়ার কাদলা ইউনিয়নে কৃষিজমির মাটি বিক্রি করায় ভেকু অপসারণ ও ট্রাক্টর বিকল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী।

১০ : ফরিদগঞ্জের মদনেরগাঁও বেপারী বাড়ির অটোবাইক চালক আবু সায়েদের স্ত্রী মিম আক্তার (১৬) নামে এক কিশোরী গৃহবধূর মরদেহ পুলিশ উদ্ধার করে।

১১ : চাঁদপুর শহরের পুরাণবাজার ব্রিজের গোড়া ও লোহারপুল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়।

একইদিনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কুমারডুগীতে বেপরোয়া গতির আইদি পরিবহনের একটি বাসের ধাক্কায় হাজীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক কাউন্সিলর কাজী মনির হোসেনের কনিষ্ঠপুত্র কাজী তাহিম হাসান ফাহিম (১০) নিহত হয়। এ সময় কাজী মনিরসহ তার স্ত্রী, মেয়ে, বড়ো ছেলে, ছেলের স্ত্রী ও সিএনজি অটোরিকশার চালক আহত হয়।

১৩ : হাজীগঞ্জের নাটেহরা গ্রামের মিয়া বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম নজরুল (২৮) নামে এক যুবক মারা যায়।

একইদিনে মতলব দক্ষিণের সারপাড় গ্রামের মামুন প্রধানের ভাড়া বাড়িতে লাকী বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করে তার সাবেক স্বামী। একইদিনে হাজীগঞ্জের বলিয়া গ্রামে আলী আকবর (৬৫)কে হত্যার ঘটনায় পুত্র ইউসুফ ও তার স্ত্রী শিউলীকে আসামী করে মামলা দায়ের করা হয়।

১৪ : মতলব উত্তরের নাউরী গ্রামে চাচা মানিক মিয়ার ঘর ভেঙ্গে নেয় ভাতিজা কামাল হোসেন।

১৫ : চাঁদপুর শহরের মধ্য ইচলীর ডাকাতিয়া নদী হতে সিরাজুল ইসলাম (৭২) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করে সদর থানা নৌপুলিশ।

একইদিনে বন্ধুর সাথে বেড়াতে গিয়ে ঢাকার নবীনগরে ট্রাক চাপায় মারা যায় মতলব দক্ষিণের পদুয়া এলাকার ব্যাটারিচালিত অটোরিকশা চালক সাদ্দাম হোসেন।

১৬ : চাঁদপুর সদরের বাঁশগাড়ি চরখান বাজারে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

১৭ : চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার কেজি জাটকা ও ১টি ট্রলারসহ ৯ জনকে আটক করে কোস্টগার্ড।

১৮ : চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৫ অনুষ্ঠিত হয়।

একইদিনে মতলব উত্তরে সাজাপ্রাপ্ত ২০ মামলার আসামি মোহাম্মদ রাসেল মিয়া (৪০)সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ।

১৯ : ফরিদগঞ্জ থানা পুলিশের হাতে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য নকল পুলিশ মো. শান্ত (২৩)কে পুলিশ গ্রেফতার করে।

২১ : চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার চিহ্নিত চাঁদাবাজ, মাদক সেবনকারী ও নানা অপরাধ চক্রের মূল হোতা মো. কাউসার মালকে যৌথভাবে আটক করে।

২২ : কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. হেলাল উদ্দীন (৪৫)কে পুলিশ গ্রেফতার করে।

২৩ : মতলব দক্ষিণের পাঁচদোনা গ্রামে নিখোঁজের ৪ দিন পর আদিবা ইসলাম (৮) নামে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। একইদিনে শাহরাস্তির পানিওয়ালা সড়কে লোটরা এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন (৩৫) মারা যায়।

একইদিনে মতলব উত্তরের নান্দুরকান্দি গ্রামে মায়ের জানাজা দিতে গিয়ে ইয়াছিন প্রধান (৬২) নামে এক ব্যক্তি মারা যায়।

২৪ : মতলব দক্ষিণের পাঁচদোনা গ্রামের আলোচিত আদিবা হত্যা মামলার প্রধান আসামী ইমনের বসতঘর জ¦ালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

২৫ : চাঁদপুর সদর উপজেলায় বন্যাপরবর্তী পুনর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর সেনাক্যাম্প কর্তৃক ১৫টি বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

২৬ : কচুয়া তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া (৬) আগুনে ঝলসে যাওয়ার ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

২৭ : হাইমচর উপজেলার ৫৫নং মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোহান (৮) অটোবাইকের ধাক্কায় মারা যায়।

২৮ : চোর ধরতে গিয়ে হাজীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)-এর সরকারি গাড়ির চালক পুলিশ সদস্য মহিউদ্দিন (৫৯)-এর মৃত্যু হয়।

৩০ : মতলব উত্তর উপজেলার নদীতে ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় প্রকল্প (প্রথম সংশোধিত)-এর আওতায় বিশেষ কম্বিং অভিযানে ১২টি জাগ উচ্ছেদ, ২টি মশারি জাল ও ২টি বেহুন্দী জাল জব্দ করা হয়।

একইদিনে মতলব উত্তরের মোহনপুর ও মুন্সিরগঞ্জের নৌ সীমানা ভাষানচর এলাকায় মেঘনা নদীতে বালু উত্তোলনের দ্বন্দ্বে দুই গ্রুপের গোলাগুলিতে রিফাত (২৯) ও রাসেল (৩০) নামে দুজন নিহত হয়।

৩১ : চাঁদপুর সদরের বাগাদী চৌরাস্তা এলাকায় বালুবাহী বেপরোয়া মিনি ট্রাকের ধাক্কায় নুরুল ইসলাম ভূঁইয়া (৪৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়।

একইদিনে হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েস্বর গ্রামের মো. সেলিম কবিরাজ (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।

ফেব্রুয়ারি

১ : শাহরাস্তিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. আ. রশিদ মারা যান।

একইদিনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলামকে চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করে।

একইদিনে নাশকতায় জড়িত থাকায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এসএম জয়নাল আবেদীনকে চাঁদপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করে।

২ : চাঁদপুর শহরের বিপণীবাগের রূপসী আবাসিক হোটেল থেকে রুবেল হাসান রাফি (২৮) এর ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে।

৩ : চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম শ্রীরামদী ছৈয়াল বাড়ি এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য মো. বাপ্পি, মো. টিটু ও ওদুদের বাসা তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

৪ : জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে হাজীগঞ্জে ৪ ইটভাটাকে ১৭ লাখ টাকা জরিমানা করে।

একইদিনে মতলব দক্ষিণ উপজেলায় ১৬ কেজি গাঁজাসহ নাইমুল হক নিশাত (২১) কে মাইক্রোবাসসহ আটক করে।

৫ : মতলব উত্তর উপজেলায় যন্ত্রদানব ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নুরজাহান বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়।

৬ : কচুয়ার ছোট ভবানীপুর এলাকায় অটোরিকশা চালক ফারুক হোসেন (৪৫) এর মরদেহ পুলিশ উদ্ধার করে।

একইদিনে ফরিদগঞ্জের বিষুরবন্ধ গ্রাম থেকে আম্বিয়া খাতুন (৯৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

একইদিনে মতলব দক্ষিণ উপজেলায় চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করে।

৭ : কচুয়া-গৌরীপুর আঞ্চলিক সড়কে মালবাহী গাড়ি চাপায় ডাকাতদলের সদস্য মহসিন (৩৮) নিহত হয়।

৮ : মতলব উত্তরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও ডাকাাতির বিপুল সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য নাজমুল মোল্যা (২১)কে আটক করা হয়।

৯ : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মো. তাফাজ্জ্বল হোসেন (এসডু) পাটোয়ারীকে চাঁদপুরের ডিবি পুলিশ আটক করে।

একইদিনে চাঁদপুরে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সদর উপজেলার লক্ষ্মীপুর, হানারচর ও পুরাণবাজার থেকে বিপুল পরিমাণ মাদকসহ অস্ত্র উদ্ধার এবং খোকন গাজী ও ইয়াসিন গাজী নামে দু মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে।

১০ : অনুমোদনবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় ফরিদগঞ্জে জেএনবি নামে এক ইটভাটাকে ৪লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

১১ : চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড়, মুন্সীবাড়ি ও ইবুগাজীর মেস এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১টি শটগান, দেশীয় অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জামসহ মামুন, আব্দুল হালিম রকি, মো. বেলাল, সুজন ও মো. লিটন নামে ৫ জনকে আটক করে।

একইদিনে ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছারুল আলম কামরুলকে তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।

১২ : চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. কাকন গাজীকে ডিবি পুলিশ আটক করে।

একইদিনে কচুয়ার পাথৈর গ্রামে পাওনা টাকা না দেওয়া ঘটনায় কাঁচামাল ব্যবসায়ী মো. আতাউল্লাহ্ (২৪)কে আটকে রেখে মারধরের ৬দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

একইদিনে চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আহসানুজ্জামান মন্টু মারা যান।

একইদিনে মতলব উত্তরের তালতলী বিল থেকে রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

১৩ : চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী চলমান ‘অপরাশেন ডেভিল হান্টে আটক হয়।

একইদিনে হাজীগঞ্জের হরিপুর এলাকায় গলায় ডিম আটকে গিয়ে মেহজাবিন আক্তার ২৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়।

১৫ : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরি কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক চাঁদপুর কণ্ঠের মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মনোনীত হন দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব।

১৬ : চাঁদপুর সদর উপজেলার পশ্চিম কুমারডুগি মিয়ার বাজার পাটোয়ারী বাড়িতে নানার বাড়ির ওয়ারিশের সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে সালিসি বৈঠকের জের হিসেবে অতর্কিত হামলায় ইউসুফ পাটওয়ারী (৪০) নামের চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটের মোবাইল হাউজের স্বত্ত্বাধিকারী নিহত হয়।

একইদিনে হাজীগঞ্জের মকিমাবাদ এলাকার চৌধুরী পাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদের বাঁশ খুলতে গিয়ে পা ফসকে পড়ে মো. শাহজালাল মনা (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

১৭ : চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে জেলা বিএনপির স্মরণকালের বৃহত্তম জনসভা অনুষ্ঠিত হয়।

একইদিনে শাহরাস্তিতে প্রবাসী মো. আরিফ হোসেনের স্ত্রী গৃহবধূ কোহিনুর বেগম (৪০)-এর হত্যা মামলায় আসামী মো. জহির হোসেনকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

১৮ : চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট বসু পাটোয়ারী বাড়ির সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক এলাকায় সংঘটিত ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় খালাস পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩২ নেতা-কর্মী।

একইদিনে ফরিদগঞ্জের বড়গাঁও এলাকা থেকে সোহেল সর্দার (৩৫) নামে প্রবাস ফেরত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

১৯ : মতলব দক্ষিণের পিংড়া গ্রামে ঋণগ্রস্ত হয়ে প্রণব চন্দ্র দাস (৪৫) নামের এক পান ব্যবসায়ী আত্মহত্যা করে।

একইদিনে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে চাঁদপুরের শহিদ ও আহতদের স্মরণে এক সভা এবং শহিদ পরিবার ও আহতদের জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

২০ : মতলব দক্ষিণের মুন্সীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

২১ : কচুয়ায় অটোবাইক চালক ফারুক হোসেন (৩৫)-এর ক্লুলেস হত্যা মামলার সন্দিগ্ধ আসামী আসিফুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৭) এর সদস্যরা।

২২ : হাজীগঞ্জের চিহ্নিত নারী মাদক কারবারি পলি বেগম (২৮) ও তার ভাই বোনসহ ৫ মাদককারবারীকে যৌথ বাহিনী আটক করে।

২৪ : ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির ক্রিকেট খেলার ম্যাচ চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আল্লাহকে কটুক্তি করায় কলেজ শিক্ষার্থী অন্তর মজুমদারকে আটক করে কচুয়া থানা পুলিশ।

২৫ : হাজীগঞ্জের মকিমাবাদে মো. শরিফ (৩০) নামের এক যুবকের ইজিবাইক থেকে ৪শ’ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

একইদিনে চাঁদপুর শহরের পালবাজার শাহজাহান ভিলা থেকে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫) এর লাশ পুলিশ উদ্ধার করে।

২৬ : হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর আমিনুল হক মেম্বার বাড়িতে গাছ লাগানোকে কেন্দ্র করে বড় ভাই বিল্লাল হোসেন (৫০) এর আঘাতে ছোট ভাই প্রবাসী জহির হোসেন (৪৭) এর মৃত্যু হয়।

একইদিনে সারাদেশে ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও সবধরণের অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে চাঁদপুর শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

২৭ : অর্থ ঋণ আদালতে দায়েরকৃত চেক ডিজঅনার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে চাঁদপুর জেলা পরিষদের ইলেক্ট্রিশিয়ান মিজানুর রহমান বেপারীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

২৮ : মতলব দক্ষিণের বাইশপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী আক্তার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়।

মার্চ

১ : মতলব দক্ষিণের পানি ট্যাংকি এলাকায় মোটর সাইকেল চাপায় পথচারী দেলোয়ার হোসেন দেলু মিয়াজী (৬০) মারা যান।

একইদিনে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় থেকে জেএম সেনগুপ্ত সড়কে ছাত্রদলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

একইদিনে কচুয়ায় ১১ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করায় সাহাপুর ছোট মসজিদের ইমাম আব্দুল মান্নানকে পুলিশ গ্রেফতার করে।

২ : চলমান যৌথ অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ থেকে ফারুক বেপারী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

৩ : চাঁদপুর শহরের পুরাণবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় অভি দেওয়ান (১৮) নিলয় (২০) নামে দু খালাতো ভাই নিহত হয়।

৪ : চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

৫ : মতলব উত্তরে ১৩ মামলার আসামী মোটরসাইকেল চোর চক্রের প্রধান বেজী সুজনকে পুলিশ আটক করে।

৬ : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজীগঞ্জে খুনের শিকার আজাদ সরকার হত্যা মামলার অন্যতম আসামী নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি ও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে হাজীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।

একইদিনে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোডে মধ্যযুগীয় কায়দায় কাজের মেয়ে রুজিনাকে অমানবিক নির্যাতনের ঘটনায় গৃহকর্তা রুবেল ও তার স্ত্রী রোকেয়াকে পুলিশ আটক করে।

৭ : চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার চিহ্নিত চোর হাবিব বেপারী (২১)কে হাতেনাতে আটক করে পুলিশে তুলে দিয়েছে এলাকাবাসী ।

একইদিনে হাজীগঞ্জের রাজারগাঁও বাজারস্থ খান বাড়িতে অভাবের তাড়নায় মো. শামসুদ্দিন খান (৪০) নামে এক অসুস্থ দিন মজুর আত্মহত্যা করে।

৮ : মতলব উত্তরের মেঘনা নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি বন্ধন-৫ লঞ্চ থেকে ১ হাজার কেজি জাটকা জব্দ করে মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড।

৯ : চাঁদপুর শহরের কোড়ালিয়া সাহা বাড়ি এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় চুলার গ্যাস লিকেজে একই পরিবারের আব্দুর রহমান (৬০), তার স্ত্রী শাহনাজ বেগম (৫৫), ছেলে ইমাম হোসেন সর্দার (৩৫), পুত্রবধূ খাদিজা বেগম (২৫), প্রতিবন্ধী মহিন সর্দার (১৬) ও মিরাজের স্ত্রী নুসরাত জাহান নিভা (২২)সহ ৬জন দগ্ধ হয়।

একইদিনে শাহরাস্তির বেরনাইয়া বাজারে মরা গরুর মাংস বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।

একইদিনে চাঁদপুর শহরের ডাকবাংলোর সামনে মায়ের সাথে মার্কেটে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় আফরোজা নামে এক শিশু মারা যায়।

একইদিনে চাঁদপুর শহরের নতুবাজার এলাকা থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করে।

১১ : ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বাজারে পুলিশের সাথে অসদাচর ও তর্কে লিপ্ত হওয়া রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবী রিজা (২৫) কে পুলিশ আটক করে।

১২ : চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক কন্যা শিশুকে অপহরণকালে কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে জনতা হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

১৪ : চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় দগ্ধ গৃহবধূ খোদিজা আক্তার (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

১৬ : চাঁদপুর সদরের বহরিয়া মাঝি বাড়িতে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে অভিমান করে হাজেরা আক্তার নামে এক নববধূ আত্মহত্যা করে।

একইদিনে চাঁদপুর সদরের পশ্চিম জাফরাবাদ এলাকায় ওমান প্রবাসী ইকবালের স্ত্রী দু’সন্তানের জননী বিউটি বেগম বিষপানে আত্মহত্যা করে।

১৭ : চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে জাটকা রক্ষা কর্মসূচির জেলেদের (ভিজিএফ) চাল বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়।

একইদিনে শাহরাস্তির মনিপুর গ্রামে পরকীয়া ও টাকা লেনদেনের কারণে দিনমজুর আলমগীর হোসেন (৩৫)কে জবাই করে হত্যা করা হয়।

১৮ : মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায়।

১৯ : চাঁদপুর সদর উপজেলার শাহতলীর পীর সাহেব, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আবুল বাশার ইন্তেকাল করেন।

একইদিনে মতলব পেন্নাই-গৌরীপুর সড়কের কাউয়াদী নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ইব্রাহিম (২৮) সহ অজ্ঞাতনাম এক নারী পথচারী নিহত হয়।

২০ : মতলব দক্ষিণের পাঁচঘরিয়া গ্রামে পানির পাম্পের মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শাহআলম পাটোয়ারী (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রি বিদুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

২২ : চাঁদপুর-লাকসাম রেলপথের দোয়াভাঙ্গা রেল গেইট সংলগ্ন এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে বাবুল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়।

একইদিনে কচুয়ার গুলবাহার সড়কে পিকআপ চাপায় রাফি নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী মারা যায়।

একইদিনে চাঁদপুর সদরের রঘুনাথপুর আশ্রয়ন কেন্দ্রে সোনিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করে।

একইদিনে হাজীগঞ্জ পৌর মার্কেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষতি হয়।

২৩ : হাজীগঞ্জের সোনাইমুড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক হয়।

একইদিনে ফরিদগঞ্জের পশ্চিম পোয়া গ্রামে মাঈশা আক্তার (১৩) নামে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে।

২৪ : হাজীগঞ্জের তারালিয়া গ্রামের জমাদ্দার বাড়িতে ছেলের সাথে অভিমান করে পারভীন বেগম (৪০) নামের এক মা আত্মহত্যা করে।

একইদিনে কচুয়ার শাসনখোলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হাসনাত বকাউল (৩৫) ও খোরশেদ আলম বকাউল (৫০) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়।

একইদিনে ফরিদগঞ্জের রামদাসেরবাগ গ্রাম থেকে রাখী আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ পুলিশ উদ্ধার করে।

একইদিনে ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে পাঁচটি অবৈধ গাড়ি জব্দ ও পাঁচ চালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

২৫ : চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমীর এএইচ আহমদ উল্লা মিয়া মারা যান।

একইদিনে চাঁদপুর পৌরসভার বিভিন্ন শাখার ২১০ কর্মচারী বকেয়া বেতন, ঈদ, বৈশাখী বোনাসের দাবিতে পৌর হিসাবরক্ষণ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করে।

২৬ : কচুয়া-গৌরিপুর সড়কের চেলাকান্দা ব্রীজের কাছে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে চালক মেহেদী হাসান (২৮) মারা যায়।

২৭ : সারা বিশ্বের ন্যায় চাঁদপুরে ও পবিত্র লাইলাতুল কদর পালিত হয়।

২৯ : চাঁদপুরের মেঘনা নদীতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ জাল, নৌকা ও বাল্কহেডসহ ১৬জন আটক হয়।

এপ্রিল

১ : ফরিদগঞ্জের উভারামপুর গ্রামে সাবিনা আক্তার (২২) নামে এক নারী আত্মহত্যা করে।

৪ : মতলব দক্ষিণের নারায়ণপুরে কৃষি জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফ (২৮) নামে এক যুবক মারা যায়।

একইদিনে চাঁদপুর সদরের পশ্চিম সকদী গ্রামে সড়ক দুর্ঘটনায় বাগাদী চৌরাস্তা বাজারের ব্যবসায়ী রেদোয়ান রাজা (৪৯) মারা যায়।

৫ : মতলব উত্তরে যৌথবাহিনীর অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক ও প্রাইভেটকার জব্দ করা হয়।

৬ : মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও বৃহত্তর মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান ইন্তেকাল করেন।

একইদিনে কচুয়ার রাজাপুর গ্রামে বিয়ের প্রলোভনে প্রেমিক তুষারকে ঢেকে নিয়ে হত্যা করে প্রেমিকা ফিমা আক্তার।

৭ : ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে এবং বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্কুল-কলেজ-মাদরাসার ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান।

৮ : চাঁদপুর শহরের বিপণীবাগে অটোবাইক-সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত তানিশা ইসলাম বাফা (৬) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

৯ : চাঁদপুর সদরের বারখপুর গ্রামে মা খাদিজা আক্তার (৩০) ছেলে আবু বকর (৭) পানিতে ডুবে মারা যায়।

১১ : মতলবের ষাটনল ঘাটে আলতাবী শিপিং কোং লঞ্চ থেকে ৩শ’ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

১২ : মতলব উত্তর থানা পুলিশ বাগান বাড়ি এলাকা থেকে আল-আমিন (২২) নামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করে।

একইদিনে কচুয়ার বিতারায় যুবলীগ নেতা নুরুল হককে পূর্বের পরকীয়ার জের ধরে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

১৫ : মতলব উত্তরের গজরা ছৈয়াল কান্দি এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান বাবু (২১) নামে এক যুবক মারা যায়।

১৭ : হাজীগঞ্জের লাওকরা গ্রামে বজ্রপাতে সাহাবুদ্দিন (১৮) নামে এক শ্রমিক মারা যায়।

১৯ : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ গাজীকে পুলিশ গ্রেফতার করে।

২১ : উপজেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয় ফরিদগঞ্জ থানা পুলিশ।

২২ : হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দীন মিয়াজীকে পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করে।

একইদিনে ফরিদগঞ্জের ইছাপুরা গ্রামে বাজার থেকে কেনা মৌসুমী ফল তরমুজ খেয়ে আহাদ শেখ ২ বছর ৩ মাস বয়সী এক শিশু মারা যায়।

২৪ : হাইমচরের পশ্চিম ভিঙ্গুলিয়া গ্রামে গৃহবধূ ফাতেমা (২৫) কে হত্যার দায়ে দেবর রিপনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

একইদিনে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মো. মামুন শিকদারকে গ্রেফতার করতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়।

২৫ : চাঁদপুর সদর উপজেলায় ও ফরিদগঞ্জে তালিকাভুক্ত ৭ কিশোর গ্যাং সদস্যকে আটক করে যৌথবাহিনী।

২৭ : বন্ধুদের সাথে নদীতে সাঁতরাতে গিয়ে ডাকাতিয়া নদীতে নিখোঁজ কলেজ ছাত্র সৌম্যজিৎ সরকার আপন (১৮)-এর মরদেহ চাঁদপুর সেতুর এলাকা থেকে উদ্ধার করা হয়।

২৮ : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারীকে ঢাকা বাড্ডা থানা পুলিশ আটক করে।

২৯ : চাঁদপুর শহরের পুরাণবাজারে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আরাফাত হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়।

মে

১ : কচুয়ার হরিচাইল গ্রামে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূর অভিযোগে সুমন (৩১) ও মহসিন (১৮)কে পুলিশ গ্রেফতার করে।

২ : মতলব উত্তর ও দক্ষিণে পৃথক দুটি মোটর সাইকেল দুর্ঘটনায় পারভেজ আহমেদ (১৭) ও আবু রায়হান (১৭) নামে দু শিক্ষার্থী মারা যায়।

৪ : হাইমচরের নীলকমল ইউনিয়নে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় মেহজন বেপারী (৬৩) নামে এক বৃদ্ধ আটক হয়।

৬ : ফরিদগঞ্জের ষোলদানা গ্রামে গাছ থেকে পড়ে ফারুক চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

৮ : ফরিদগঞ্জের ঘনিয়া গ্রামে পানিতে ডুবে সাবেক শিক্ষক মাওলানা আবুল কালাম পাটোয়ারী মারা যায়।

১০ : হাজীগঞ্জের কংগাইশ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরুল কায়েস (১৭) নামে এক তরুন প্রাণ হারায়।

১২ : মতলব উত্তরে নদীতে অভিযান চালিয়ে অবৈধ ৩শ’ চায়না দুয়ারী চাঁই আটক করা হয়।

১৫ : মতলব দক্ষিণের নায়েগাঁও নামক স্থান থেকে যৌথবাহিনী ৮৫০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ আব্দুল খালেক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

১৮ : শাহরাস্তির বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী নামাজ পড়তে যাওয়ার অপরাধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্রদেবনাথ মারধর করে।

একইদিনে ফরিদগঞ্জের গোয়ালভাওর বাজারের ব্যবসায়ী শাহাদৎ খান বিকাশ প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা হারিয়েছে।

১৯ : চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় সমুদ্র মাল নামে এক যুবক মারা যায়।

২১ : ফরিদগঞ্জের জয়শ্রী এলাকায় হুমায়ুন কবির (৩৮) নামে এক ব্যবসায়ীর নিকট পাওনা টাকা আদায়ে ১২ ঘন্টা লাশ আটকে রেখে টাকা পেয়ে লাশ দাফন করতে দেয়।

২৩ : চাঁদপুর শহরের পুরাণবাজার পশ্চিম জাফরাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মন্টু ঢালী (৭০) ও আনোয়ার খান (৫৩) নামে দুজনের মৃত্যু হয়।

২৪ : কচুয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী এনামুল হক শামীমকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

২৫ : হাজীগঞ্জ বাজারস্থ আহমাদিয়া কামিল মাদরাসার টিনশেড ভবনের ছাদে বিদ্যুতায়িত হয়ে সাঈফ বিন আনোয়ার (১১) নামে এক স্কুল ছাত্র মারা যায়।

২৯ : শাহরাস্তির নুনিয়া গ্রামে ঝড়ের কবলে পড়ে দিনমজুর মোরশেদ ও ইমাম হোসেনের ঘরের উপরে গাছ উপড়ে পড়ে।

৩১ : মতলব উত্তরের হাশিমপুরে বজ্রপাতে তামিম হোসেন আলিফ (১১) নামে এক ৭ম শ্রেণির শিক্ষার্থী প্রাণ হারায়। একইদিনে চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

জুন

১ : চাঁদপুর শহরে বিআরটি-এর অভিযানে ১০ মামলায় সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

একইদিনে শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের বসতঘর থেকে ১৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়।

২ : মতলব-কচুয়া সড়কের নিন্দপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় রিয়াজ (১৮) নামে এক যুবক মারা যায়।

একইদিনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাঁদপুর পৌরসভার প্রথম মেয়র নাছর উদ্দিন আহমেদকে ঢাকা থেকে পুলিশ গ্রেফতার করে।

একইদিনে মতলব উত্তরের রঙ্গুখারকান্দি গ্রামে সালিসে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার চাপ সহ্য করতে না পেরে ফারুক খান (৪০) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করে।

৩ : চাঁদপুর সদরের বাবুরহাটে জিএম ফজলুল হকের বাড়ির সামনে যাত্রীবাহী আয়ান বাস হতে ৬০০ পিচ ইয়াবাসহ অন্তর হোসেন (২৮), নিঝুম চৌধুরী (৩২) ও রাকিবুল ইসলাম (৩৩) নামে তিন মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ আটক করে। একইদিনে হাজীগঞ্জ বাজারে যৌথবাহিনীর অভিযানে ফুটপাতের দোকান অপসারণ, ভ্যানগাড়ি জব্দ করাসহ জরিমানা আদায় করে।

৪ : ২০১৩ সালে চাঁদপুর শহরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের অবরোধ ও বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের গুলিতে ছাত্রদল নেতা তাজুল ইসলাম (২০) নিহতের ঘটনায় ডা. দীপু মনিসহ ৪৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

৬ : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য ও রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার মারা যায়।

৭ : মতলব উত্তরের ডোনেরকান্দি গ্রামে পারিবারিক সঙ্কটের কারণে ইমন (২২) নামে এক নববিবাহিত আত্মহত্যা করে।

৮ : বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের বরদিয়া ব্রিজ এলাকায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ছিদ্দিকুর রহমান (৫০) ও তপন চৌধুরী (৩৫) নামে দুজন নিহত ও ৬ জন আহত হয়।

১০ : ফরিদগঞ্জের হর্ণি দুর্গাপুর গ্রামে ছেলে আব্দুর রহিমের হামলায় ষাটোর্ধ্ব বৃদ্ধা মা আয়েশা বেগম (৬৫) আহত হয়।

একইদিনে চাঁদপুর ডায়াবেটিক সমিতির ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

১১ : চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রফরফ-৭ লঞ্চে রেজিয়া বেগম (৬৫) নামে এক নারী মারা যায়।

১৩ : মতলব উত্তর উপজেলায় ভিটেমাটি রক্ষায় মোহনপুর ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মানববন্ধন করে এলাকাবাসী।

১৪ : মতলব দক্ষিণের বরদিয়া সরকার বাড়ির সামনে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. মুরাদ হোসেন (৩৫) নামে এক যুবক মারা যায়।

১৬ : চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে আহম্মদ উল্লাহ (১৮) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়।

১৭ : বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কচুয়া পৌরসভায় অভিযান চালিয়ে ২৫টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

একইদিনে চাঁদপুরের প্রথম দৈনিক ও বহুল পরিচিত পাঠকপ্রিয় দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর কণ্ঠ পরিবারসহ অতিথিদের নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ অ্যাড. ইকবাল-বিন-বাশার।

১৮ : ফরিদগঞ্জের শাশিয়ালী গ্রামে মাদক কারবারিদের ছুরিকাঘাতে গুরুতর আহত মোস্তফা (২৭) নামে এক সিএনজি অটোরিকশা চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

২০ : চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ জামাল (১৯), হাসান (১৮), নাসিম (১৮) ও সোহাগ (১৫)কে গ্রেফতার করে।

একইদিনে ফরিদগঞ্জের মধ্য পোয়া গ্রামে আশু পাটওয়ারী ওরফে আশিক (৪০) নামের এক সহজ-সরল যুবককে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের ভিডিও ভাইরাল করে।

২১ : মতলব উত্তর উপজেলায় নদীতে মৎস্য দপ্তর ও কোস্টগার্ড অভিযান চালিয়ে যাত্রীবাহী ট্রলার হতে ৯৭টি চায়না দুয়ারি চাঁই জব্দ করে।

একইদিনে ফরিদগঞ্জের মানিকরাজ গ্রামের জাল্লা বাড়িতে সায়েরা আক্তার বিথী (২২) নামে প্রবাসী সাগরের স্ত্রী আত্মহত্যা করে।

২২ : ফরিদগঞ্জে মাদককারবারিদের হাতে সিএনজি অটোরিকশা চালক মো. মোস্তফা হত্যার প্রতিবাদে এবং হত্যকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কড়ৈতলী বাজারে মানববন্ধন করে এলাকাবাসী।

একইদিনে মতলবে মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারী শান্ত সূত্রধরকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে মতলব বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলা ইমাম ওলামা ঐক্য পরিষদ এবং তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

একইদিনে মতলব দক্ষিণের ডাকঘর নামক স্থানে মোটরসাইকেল চাপায় ওয়াজ উদ্দিন (৬৫) নামের এক পথচারী মারা যায়।

২৩ : চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পানির ফিল্টার প্রদান করা হয়।

২৪ : কচুয়ার কান্দিরপাড় গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে মাদ্রাসাছাত্র মো. মিলন হোসেন (১২)কে শ্বাসরোধ এবং পানিতে চুবিয়ে হত্যার দায়ে আসামী শামীম হোসেন (২৮) ও সোহাগ হোসেন (২৮)কে মৃত্যুদণ্ড এবং অপর আসামী রাব্বি হোসেন (২৮)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের আদালত।

২৫ : ফরিদগঞ্জের পশ্চিম রূপসা গ্রামের দেলোয়ার হোসেন (৫৫) বিবাহযোগ্য মেয়ের জন্যে পাত্র ও পাত্রের বাড়ি দেখে নিজ বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান।

একইদিনে কচুয়ার চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়েিত ব্রিকফিল্ড ব্যবসায়ী সোহেলের মা মমতাজ বেগম (৬৫)কে হত্যা করা হয়।

২৭ : কচুয়ার চাপাতলী গ্রামে বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগম (৬৫)কে হত্যার ঘটনায় আব্দুল কাদের (১৮) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।

২৮ : চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তার জেলে কার্ডের চাল বিতরণ কার্যক্রমে জালিয়াতি করে চাল উত্তোলনের চেষ্টা করতে গিয়ে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক আটক হয়।

৩০ : বাংলাদেশে সপ্তম রোটারী ক্লাব হিসেবে সুপ্রতিষ্ঠিত চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৫-২০২৫ রোটারী বর্ষের নতুন কমিটি গঠন করা হয়।

জুলাই

১ : ফরিদগঞ্জের মিরপুর গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে যাওয়ার পর পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন দিনমজুর আইয়ুব মোল্লার পরিবার।

২ : ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান পাটোয়ারী (৫০)কে পুলিশ গ্রেফতার করে।

৪ : মতলব দক্ষিণের নায়েরগাঁও এলাকা থেকে যৌথবাহিনীর অভিযান চালিয়ে সুমি (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করে।

একইদিনে মতলব উত্তরের সাতানী গ্রামের ফরহাদ জুয়েল (২৭) নামে যুবককে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মেঘনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

৫ : মতলব দক্ষিণের নায়েরগাঁও উত্তর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরিফ হোসেন (৩৭) নামে এক মাছ ব্যবসায়ী মারা যায়।

৯ : শাহরাস্তির কামতা এলাকায় যৌথবাহিনীর অভিযানে মানিক (৩০) নামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

একইদিনে চাঁদপুর শহরের রেলওয়ের লেকের পানি থেকে আল-আমিন (১৭) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

১০ : ফরিদগঞ্জের চরপাড়া গ্রামে গাছ থেকে পড়ে জয়নাল আবেদীন (৩৮) নামে একদিন মজুর মারা যায়।

১২ : শাহরাস্তির সেনগাঁও গ্রামে রায়হান হোসেন (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

১৩ : চাঁদপুর সদরের পশ্চিম সকদী গ্রামের হাবিব-পাঠান ঢাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

একইদিনে শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি সৈয়দ আমরুজ্জামান সবুজ (৬৫) মারা যান।

১৫ : চাঁদপুর সদরের ১২ নং চান্দ্রা ইউনিয়নে স্পেটিক ট্যাংকে নেমে সুমন নামে এক সুইপারের মৃত্যু হয়।

১৭ : মতলব উত্তরের আমিনপুর গ্রাম থেকে বিল্লাল (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

১৮ : যৌথবাহিনী অভিযান চালিয়ে ফরিদগঞ্জের সাহেবগঞ্জ থেকে ৩ মাদক কারবারিকে আটক করে।

২০ : কচুয়া উপজেলার বিশিষ্ট আলেম, বিভিন্ন ইসলামী সংগঠনের সক্রিয় সংগঠক আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক উপজেলার শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওঃ নুরুল আলম মজুমদার (৬০) মারা যান।

২১ : মতলব দক্ষিণের ঘোড়াধারী গ্রামে স্ত্রী রূপালী বেগমকে হত্যার দায়ে খুনি স্বামী জামাল গাজী (৩৮) কে পুলিশ গ্রেফতার করে।

২২ : ফরিদগঞ্জের চান্দ্রা বাজারে আরএমপি চিকিৎসক সুশীল শীল কর্তৃক রোগীর শ্লীলতাহানির চেষ্টা করা হয়।

২৩ : ফরিদগঞ্জের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তামিম হোসেন (৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়।

২৬ : হাজীগঞ্জে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৮ কিশোর গ্যাং সদস্যকে আটক করে।

২৮ : কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম মিজিকে স্ত্রী শাহীন সুলতানা ফেন্সি হত্যার মামলায় আবারো কারাগারে প্রেরণ করে আদালত।

৩০ : মতলব উত্তরের ব্রাহ্মণচক গ্রামে কিস্তির টাকা নিয়ে বিরোধে চাচা ফারুক সরকারের হাতে ভাতিজা মাইনুদ্দিন সরকার (৪৫) খুন হয়।

৩১ : হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক চোরাই ৬ মোটরসাইকেল উদ্ধারসহ ৩ চোরকে আটক করে।

আগস্ট

১ : মতলব উত্তর উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনী ও মতলব উত্তর থানা পুলিশের যৌথ অভিযানে ৯টি মামলায় ১৬ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করাসহ ১টি মোটর সাইকেল আটক করে ট্রাফিক পুলিশের জিম্মায় দেন।

২ : চাঁদপুরের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রফরফ আল-বোরাক লঞ্চের স্বত্তাধিকারী আলহাজ¦ এম এ বারী খানের দাফন সম্পন্ন হয়।

৪ : মতলব বাজারে সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগে জয়দেব চন্দ্র দাসকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করে।

একইদিনে চাঁদপুর শহরের রেলওয়ে এলাকার রাব্বি হত্যা মামলার প্রধান আসামি বিল্লাকে চাঁদপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করে।

৫ : শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত ৫ আগস্টের বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করতে এসে অসুস্থ হয়ে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৩৫) মারা যায়।

একইদিনে ফরিদগঞ্জের খাজুরিয়া গ্রামে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাব্বি (২০) নামে এক যুবক মারা যায়।

৭ : চাঁদপুর সদরের চান্দ্রা চৌরাস্তায় মোটর সাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে কিশোর চন্দ্র দাস ও মো. অমি ঢালী নামে দু যুবক মারা যায়।

১০ : ফরিদগঞ্জের আমিরা বাজার বিশুরবন্দ এলাকা থেকে চিহ্নিত ৫ জুয়াড়িকে সেনাবাহিনী আটক করে। একইদিনে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে চাঁদপুর মিশন প্রাইমারি স্কুলে বৃক্ষরোপণ করা হয়।

একইদিনে ফরিদগঞ্জের পূর্ব বড়ালি গ্রামে এনজিও থেকে ঋণ নিয়ে অটোবাইক কেনার পর ঋণের কিস্তির টাকা না দেয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়ার এক পর্যায়ে মনোহর মিয়া মনা (৬০) নামে এক বৃদ্ধকে হাত-পা বেঁধে মারধর এবং বালিশচাপা দিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ৪জন আটক হয়।

১১ : ফরিদগঞ্জের বড়গাঁও গ্রামে প্রবাসে নেয়ার জন্যে টাকা লেনদেনের জের ধরে একই বাড়ির চাচা হাসান জবাই করে ভাতিজা বাহার হোসেন বাবু (২৪)কে হত্যা করে।

১৩ : কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি, চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছর উদ্দিন আহমেদ জামিনে মুক্ত হয়।

১৪ : মতলব উত্তরের চরমাছুয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে শামীমা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করে।

১৬ : হাজীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওলি উল্যাহ (৫৮)সহ দু ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করে।

১৮ : ফরিদগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিকশাসহ মো. মহিন (২৬) নামে একজনকে আটক করে।

২১ : মতলব উত্তরের টরকি গ্রামে সাপের দংশনে খুকি বেগম (৩৫) নামে দু সন্তানের জননী মারা যায়।

২৪ : হাজীগঞ্জের বাউড়া গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৫ হাজার ৮শ’ পিচ ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিলসহ ৪জনকে আটক করে।

২৫ : হাজীগঞ্জের সাদ্রা চৌধুরী বাড়ির একটি পরিত্যক্ত ভবন থেকে গলায় ফাঁস দেওয়া শাহআলম (২৭) নামে এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করে।

২৬ : চাঁদপুর শহরে বিএনপি নেতা আজম খানের বাসা ও অফিসে দু দফাব্যাপক হামলা, গাড়ি, ভাংচুর ককটেল বিস্ফোরণ ও হামলায় ২৫ জন আহত হয়।

২৮ : ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে কামরুল হাসান (৪০) নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করে।

একইদিনে হাজীগঞ্জে চলন্ত কার্ভার্ড ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক সাগর সাহা (২০) মারা যায়।

সেপ্টেম্বর

১ : কচুয়ার ঘোগরার বিল এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটায় অবৈধ ড্রেজার বিকল ও ড্রেজারের প্রায় ৫০০ ফুট পাইপ ভেঙ্গে দেওয়া হয়।

২ : চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপুলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ রসমালাই এবং ঘিয়ে রঙ মেশানোর অপরাধে মীম বনফুল সুইটস অ্যান্ড পেস্ট্রি শপের মালিককে ৪০হাজার টাকা জরিমানা করা হয়।

একইদিনে কচুয়ার শাসনখোলা গ্রামে ড্রেজারের বালুর গর্তে ডুবে রায়হান (৬) ও রিহান আহমেদ (৩) নামে দু শিশুর মৃত্যু হয়।

একইদিনে কচুয়া থানার লুট হওয়া পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে উদ্ধার করা হয়।

৩ : চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

একইদিনে মতলব উত্তরের নতুন বাজারের ইসলামিয়া মার্কেটে অনুমতিবিহীন মেলা বন্ধ করলো প্রশাসন।

একইদিনে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ সড়কের একটি বেসরকারি হাসপাতালে রোগী দেখে কুমিল্লার বাসায় ফেরার পথে একাধিক মোটরসাইকেলের ধাওয়ায় আতঙ্কিত হয়ে চিকিৎসক নাজমুল হাসান আখন্দ মৃত্যুবরণ করেন।

একইদিনে মতলব দক্ষিণের নারায়ণপুরের বাদাম গাছতলা এলাকায় শাওন সরকার (২১) নামে এক অটোবাইক চালককে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জন আটক হয়।

৫ : ফরিদগঞ্জের পূর্ব বড়ালী গ্রামে কচু ক্ষেত থেকে মেহেদী হাসান সাইমুন (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

৬ : মতলব উত্তরের দশানী গ্রামে মোটর সাইকেলের ধাক্কায় বোরহান উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ মারা যান। একইদিনে চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে অ্যাম্বুলেন্সে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে চালক মুরাদ হোসেন (৩৭) কে পুলিশ গ্রেপ্তার করে।

একইদিনে ফরিদগঞ্জের আইটপাড়া এলাকায় প্রেমিকার সাথে অভিমান করে আল-আমিন (১৮) নামে প্রেমিক যুবক আত্মহত্যা করে।

৮ : শাহরাস্তি মডেল মহিলা আলিম মাদ্রাসার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম ও নবনিযুক্ত সুপার মো. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন।

একইদিনে চাঁদপুর সদরের হরিণা চৌরাস্তা সংলগ্ন অভিযান চালিয়ে ৯শ’ পিচ ইয়াবা ও নগদ টাকা সহকারে হানারচর ইউনিয়নের ইউপি সদস্য বাশার দর্জির স্ত্রী শাহিনা বেগম (৪০) ও একই এলাকার মোস্তফা গাজী (৩০)কে আটক করা হয়।

৯ : দিনের বেলা চাঁদপুর প্রেসক্লাবের সামনে পাগলি মায়ের সাথে ঘোরাফেরা আর রাতের বেলা চাঁদপুর কোর্ট স্টেশন প্লাটফর্মে ঘুমিয়ে থাকা মেয়েটির শিক্ষার দায়িত্ব নিলেন ইনফরমেশন অ্যাকসেস ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী রোটারিয়ান আসিফ।

১০ : মতলব দক্ষিণ উপজেলা সদর বাজার এলাকার এনএএম টাওয়ারের নিচ থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে পুলিশ আটক করে।

একইদিনে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে পরিচালিত অভিযানে চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড়ে ২২০টি যানবাহনে অভিযান পরিচালনা করে ৫টি মোটরসাইকেল জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একইদিনে মতলব উত্তরের ছেঙ্গারচর বাজারের কলাকান্দা রোডে মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে সাব্বির (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করে।

১১ : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

১২ : যৌথবাহিনীর অভিযানে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকা থেকে টুটুল (৩২) সেলিম মৃধা (৪০) ও রতন মিয়া (৪০) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

১৩ : শাহরাস্তির ঘড়িমন্ডল গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য রিয়াজ উদ্দিন (৩১) সড়ক দুর্ঘটনায় মারা যায়।

১৪ : ফরিদগঞ্জে ৮ম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মনির হোসেন (৪৫) নামে এক সিএনজি অটোরিকশা চালককে তার স্ত্রীসহ আটক করে পুলিশ।

একইদিনে ফরিদগঞ্জের গোয়ালভাওর বাজারে যৌথবাহিনী অভিযান চালিয়ে ব্যবসায়ীঢ ওলি উল্যাহ বেপারীর মুদি দোকানের গোডাউন থেকে ৯২ বস্তা (২হাজার ৭৮৫ কেজি) সরকারি চাল উদ্ধার করা হয়।

১৫ : চাঁদপুর সদরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন এসএমএন জামিউল হিকমা।

১৬ : চাঁদপুর পাসপোর্ট অফিস সংলগ্ন যৌথবাহিনীর চেকপোস্টে বসিয়ে ১৫০ গাড়িতে তল্লাশি করে।

১৭ : কোমলমতি শিশুদের ডেঙ্গু সচেতনতা ও ডেঙ্গুর হাত থেকে রক্ষার জন্যে মশারি ও কয়েল বিতরণ করে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব।

একইদিনে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের বাসিন্দা মুক্তিযুদ্ধকালীন বিএলএফ ফরিদগঞ্জ থানার কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ পাটোয়ারী মারা যান।

একইদিনে ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আহমেদ ভূঁইয়াকে পুলিশ গ্রেফতার করে।

একইদিনে ফরিদগঞ্জের চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে ছোটভাই শাহজালালের হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহাম্মদ (৫৫) নিহত হয়। এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করে।

২০ : অনিয়মের অভিযোগে চাঁদপুর শহরের আলোচিত দি ইউনাইটেড হাসপাতালের সফল কার্যক্রম বন্ধ করে এটি সিলগালা করে দেয় জেলা স্বাস্থ্য বিভাগ।

একইদিনে হাজীগঞ্জের দেবপুর গ্রামে সাপের দংশনে পারভীন (৪৫) নামে এক নারী মারা যান

২২ : কচুয়া বিশ্বরোড এলাকার সুলতানা পেট্টোল পাম্পের সামনে থেকে কড়ইয়া ব্রীজ পর্যন্ত উচ্ছেদ অভিযান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।

একইদিনে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি (অতি. পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত)মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা, চাঁদপুর সদর মডেল থানায় বার্ষিক পরিদর্শন করেন।

২৪ : চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোড এলাকা নিউ ইসলামিয়া প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মিথ্যা রিপোর্ট তৈরি এবং ল্যাব সরঞ্জামাদির পর্যাপ্ত অভাব পরিলক্ষিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইদিনে ঐতিহ্যবাহী চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফের স্বনামধন্য আওলাদ, বসুন্ধরা গ্রুপের প্রাক্তন পরিচালক এবং কসমিক গ্রুপের চেয়ারম্যান পীরজাদা খাজা এনায়েত উল্লাহ দুলাল মারা যান।

২৫ : মতলব দক্ষিণের ভানুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষের ছাদের ডিমের পলেস্তরা খসে পড়ে দুজন শিক্ষার্থী আহত হয়।

একইদিনে মতলব উত্তর উপজেলার নাউরী বাজারে অবসস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এলাকাবাসী।

২৬ : চাঁদপুর স্টেডিয়াম ২১তম জেলা প্রশাসক (ডিসি) কাপের প্রথম সেমি-ফাইনাল ম্যাচে শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করলো ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।

একইদিনে চাঁদপুর সদরের বাখরপুর বায়তুস সালাম জামে মসজিদে দীর্ঘ তেইজ বছর ধরে ইমামতি করে মুসল্লিদের কাছ থেকে মোটরসাইকেল উপহার পেলেন ইমাম মাওলানা মো. জহিরুল ইসলাম।

২৭ : মতলব উত্তরের বালুচর এলাকা থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

২৮ : চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে পরকীয়া প্রেমিক যুগল শরীফ মোল্লা ও ২ সন্তানের জননী মারিয়া বেগমকে এলাকাবাসী আটক করে।

২৯ : ঢাকা উত্তরায় পূর্ব থানার জসিম উদ্দীন সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায় হাজীগঞ্জের পূর্ব হাটিলা গ্রামের আরমান মির্জা অয়ন (২১) নামের এক যুবক।

অক্টোবর

১ : ফরিদগঞ্জের উপাদিক গ্রামে নাছিমা বেগম নামে সুদ ব্যবসায়ীর দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হওয়া শাহনাজ বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

২ : হাজীগঞ্জের পালিশারা বাজারে তারেক রহমান ও রুমিন ফারহানার এডিট করা মূর্তি বানানো ছবি পোস্ট করাকে কেন্দ্র করে হাজীগঞ্জের বিএনপি ও পোস্ট করাকে কেন্দ্র করে হাজীগঞ্জে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সাথে সংঘর্ষে ২৪ জন আহত হয়।

৫ : হাইমচরের মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে ৩ জেলে আটক হয়।

৭ : হাইমচরের নীলকমল ইউনিয়নে বিষধর সাপের দংশনে প্রাণ হারিয়েছে মো. সোহেল গাজী (২৬) নামে এক যুবক।

৮ : চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধ কারেন্ট জাল ও ২টি জেলে নৌকাসহ ১৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

একইদিনে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক (মাহফুজ)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১০ : কচুয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে তমাল চন্দ্র সরকার (১৭) নামের এক যুবককে আটক করেছে কচুয়া থানা পুলিশ।

১১ : কচুয়ার সাচার এলাকায় ট্রলির চাপায় চৈতি রানী দাস (৭) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়।

১৫ : শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কুতুব উদ্দিন সোহাগ পাটওয়ারী (৪০) কে পুলিশ গ্রেফতার করে।

১৭ : মতলব উত্তরের লুধুয়া গ্রামে ১৫ বছরের এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলো উপজেলা প্রশাসন।

২০ : চাঁদপুর সদরের বাগাদী চৌরাস্তা বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে যায়।

২১ : ফরিদগঞ্জের হাঁসা মিজি বাড়িতে পারিবারিক কলহের জের ধরে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া দুই সন্তানের জননী মিতু বেগম (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

২২ : চাঁদপুর জেলা বাসদের সমন্বয়ক প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড শাহজাহান তালুকদার আর বেঁচে নেই।

২৫ : ফরিদগঞ্জের আষ্টা বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত ৩১ দফায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে মোহাম্মদ শাহজাহান (৪৫) নামে এক অটোরিকশাচালক হঠাৎ অসুস্থ হয়ে পরে মারা যায়। ২৭ : যৌথবাহিনী কর্তৃক চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজ এলাকা হতে ২৮টি দেশীয় অস্ত্র, ১টি খেলনা পিস্তল, ১৬টি বড়ো ছুরি, ৮টি চাপতি ও ৩টি ছোট ছুরি উদ্ধার করা হয়।

২৮ : চাঁদপুরের মৎস্য অবতরণ কেন্দ্রে পঁচা ইলিশ পাওয়ায় এক আড়তদারকে ৬ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২৯ : জুলাই মঞ্চ নেত্রীর নারী নির্যাতন মামলায় ফরিদগঞ্জ উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়ক আল-আমিন সৈকতকে গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

৩০ : ফরিদগঞ্জের মদনের গাঁও গ্রামে দু মোটর সাইকেলের সংঘর্ষে বাদশা তালুকদার (৪০) নামে এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।

নভেম্বর

১ : চাঁদপুর সদরের চরমেয়াশা থাওদ্দার বাড়ি এলাকায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (৬২) নামে এক পল্লী চিকিৎসক মারা যায়।

২ : মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার নিমিত্তে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় বিশেষ অভিযানে ২ ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ৬জনকে আটক করাসহ ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

৩ : মতলব পৌরসভার নবকলস গ্রামে সাপের কামড়ে শারমিন আক্তার (২১) নামে এক গৃহবধূ মারা যায়। একইদিনে ফরিদগঞ্জের লাউতলী গ্রামে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি মাদক ও চুরি মামলাসহ ১৪ মামলার আসামী ইউপি সদস্য মাসুদ মিজি আটক হয়।

৪ : শাহরাস্তির বেরনাইয়া গ্রামের মজিবুর রহমানের স্ত্রী কামরুন নাহার স্বামীর দায়ের করা যৌতুন মামলায় আটক হয়।

৫ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিত এমএ হান্নানের অনুসারীরা সড়ক অবরোধ করে।

৬ : চাঁদপুর সদরের ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান খান জাহান আলী কালুকে ঢাকা থেকে পুলিশ আটক করে।

একইদিনে চাঁদপুর সদরের শাহতলী বাজারে ভূয়া কবিরাজ হাবিবুর রহমান অপু কর্তৃক এক নারী রোগী ধর্ষণের শিকার হয়।

৮ : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সার্বিক সহযোগিতায় চাঁদপুর শহরের উকিল পাড়া মুচি বাড়িতে ৯০ বছর বয়সী অসহায় পুতুল দাস পরিবারকে ঘর নির্মাণ করে দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ।

৯ : শাহরাস্তির মালরা গ্রামে মোস্তফা ভূঁইয়া নামে এক বৃদ্ধকে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কুপিয়ে জখম করা মামলার আসামী পক্ষ থেকে বাদী ও তার পরিবারকে হুমকি প্রদানের অভিযোগে আহত মোস্তফা ভূঁইয়ার পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করে।

৯ : জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানাযায় চাঁদপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার।

একইদিনে ফরিদগঞ্জে মনোনয়ন পরিবর্তন করে এমএ হান্নানকে মনোনয়ন দেয়ার দাবিতে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মশাল মিছিল ও সড়কে আগুন জ¦ালিয়ে বিক্ষোভ করে।

১১ : চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব)-এর জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পদোন্নতিজনিত বদলিতে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

একইদিনে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড-খান সড়ক এলাকায় জুয়া খেলায় হেরে পার্টনার রেহান উদ্দিন মিজি (৫৫) নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার অপরাধে খোরশেদ আলম (২৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের আদালত।

একইদিনে ফরিদগঞ্জের রুস্তমপুর এলাকায় দুর্বৃত্তের গুলিতে নির্মম খুনের শিকার হন রুহুল আমিন (৩৭) নামে চা কোম্পানির প্রতিনিধি।

১৩ : শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকে পুলিশ আটক করে।

১০ : চাঁদপুর সদরের সোভানপুর গ্রামে ফাতেমা বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করে।

১৪ : ফরিদগঞ্জের চরপাড়া গ্রামে গাছ ভেঙ্গে পড়ে আবিদুর রহমান আবু (৬৫) নামে এক বৃদ্ধ মারা যায়।

১৫ : শাহরাস্তির রাগৈ গ্রামে ভেকু দিয়ে কৃষি জমির উর্বর মাটি টপসয়েল কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

১৬ : হাইমচরের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান পেদাকে পুলিশ গ্রেপ্তার করে।

একইদিনে ঢাকায় দশম গ্রেডের শিক্ষকদের আন্দোলনে অংশ নিতে গিয়ে আহত মতলব উত্তর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার (৪৫) মারা যান।

১৮ : চাঁদপুরের ২৩তম জেলা প্রশাসক হিসেবে মো. নাজমুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।

১৯ : ফরিদগঞ্জের কালিরবাজার চৌরাস্তানামক স্থানে নির্মাণাধীন ভবনে রড উঠাতে গিয়ে মো. মমিন খান (৪০) নামে এক শ্রমিক মারা যায়।

২২ : কচুয়ার বাইছারা গ্রামে গাছের চারা রোপণের ঘটনাকে কেন্দ্র করে ছেলে হোসাইন পিতাকে কুপিয়ে হত্যা করে।

একইদিনে মতলব দক্ষিণের গোবিন্দপুর গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডে দদ্ধ হয়ে জেওরা খাতুন (৯০) নামে এক বৃদ্ধা মারা যায়।

২৩ : চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার ডাকাতিয়া নদী থেকে নিখোঁজের পাঁচদিন পর ফারজানা আক্তার (১২) নামের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

২৬ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে চাঁদপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রবিউল হাসান।

২৭ : মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে পরিবহন থেকে ৮শ’ কেজি জাটকা জব্দ করা হয়।

একইদিনে মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে অটোচালক শাওন হত্যা মামলার অভিযুক্ত আসামী নাঈম শেখকে গ্রেফতার করে।

একইদিনে হাজীগঞ্জ বাজারের শেরাটন হোটেলের সামনে রাতের বেলায় পদ্মা বাসের চাকায় পিষ্ট হয়ে নাতনি মার্জিয়া আক্তার (৮) ওনানী নাজমা বেগম (৫৫) প্রাণ হারায়।

ডিসেম্বর

১ : চাঁদপুরের পাঠকপ্রিয় শীর্ষ দৈনিক চাঁদপুর কণ্ঠের নতুন অফিসে কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়ানুষ্ঠানে বক্তব্য রাখেন পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ অ্যাড. ইকবাল-বিন-বাশার।

একইদিনে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পুরাণবাজার বড় মসজিদে জেলা বিএনপি উদ্যোগে মিলাদ ও দোয়ানুষ্ঠিত হয়।

৩ : মতলব দক্ষিণের কালিকাপুর এলাকার খান বাড়িতে পানিতে ডুবে সৌরভ খান নামের দুবছর বয়সী এক শিশু মারা যায়।

একইদিনে চাঁদপুর সদরের শাহতলী গ্রামে বিভিন্ন এনজিও থেকে উত্তোলিত ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে মো. সুলতান মাহমুদ রুবেল (৩৮) নামে চার সন্তানের জনক বিষপানে আত্মহত্যা করে।

৪ : শাহরাস্তিতে দু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল মালেককে শাহরাস্তি থানা পুলিশ আটক করে।

৫ : যৌথবাহিনীর অভিযানে শাহরাস্তি থেকে তালিকাভুক্ত অপরাধী ও মাদক ব্যবসায়ী আপন (২৫) কে গ্রেফতার করা হয়।

একইদিনে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের গৌরবময় ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদ্যাপন ও এক্স-রোটার‌্যাক্ট রিনিউন সম্পন্ন হয়।

৭ : চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডে উঠোন-বৈঠক ও গণসংযোগকালে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হাতে জমানো টাকা তুলে দেন মমতাজ বেগম নামে এক নারী।

৮ : চাঁদপুর সদর মডেল থানার ১৮তম অফিসার ইনচার্জ হিসেবে ফয়েজ আহম্মেদ যোগদান করেন।

৯ : চাঁদপুর সদরের মহামায়ায় বাসের চাকায় পিস্ট হয়ে ৮ বছর বয়সী মাদ্রাসা ছাত্র মাহফুজ প্রাণ হারায়।

১০ : মতলব দক্ষিণের নলুয়া গ্রামে বিয়ের গেট থেকে পা পিছলে পড়ে মোবারক (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

১২ : চাঁদপুর শহরের পুরাণবাজারে যৌথবাহিনী অভিযান চালিয়ে চিহ্নিত মাদককারবারী হৃদয় মিয়া (২৪) ও মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করে।

একইদিনে ফরিদগঞ্জের ভাটিয়ালপুর শীতল পাটোয়ারী বাড়ির সামনে কার্ভাট ভ্যানের চাপায় রোমান নামে এক যুবক মারা যায় ও ২জন আহত হয়।

১৪ : চাঁদপুর শহরের পুরাণবাজারে পণ্যের প্যাকেট ব্যবহারে প্রতারণাসহ ভোক্তা অধিকার আইন লঙ্গন করায় সততা ভান্ডার, ৫০ হাজার টাকা, মাস্টার রেস্টুরেন্টের মালিককে ২ হাজার টাকা ও রফিক এন্ড সন্স মালিককে ৩ হাজার টাকাসহ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একইদিনে হাজীগঞ্জের বাকিলায় অটোবাইক উল্টে আহসান কবির রতন (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়।

একইদিনে হাজীগঞ্জের মকিমাবাদ গ্রাম থেকে মুক্তা আক্তার (৩২) নামে একনারী ও হাজীগঞ্জ রেলস্টেশন সংলগ্ন নাজিম উদ্দিন নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

১৫ : চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় সরকারি খাদ্য গুদামের সামনে ট্রাকের ধাক্কায় আ. রশিদ খলিফা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়।

একইদিনে ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে এক নারীর টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে শুভা আক্তার (১৯) ও মৌসুমী বেগম (২৫) নামে দু’ নারী আটক হয়।

১৬ : চাঁদপুর জেলায় নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে ৫৫তম বিজয় দিবস।

১৭ : ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযানের অংশ হিসেবে ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এসএম তুহিন রায়হান (৪৮) ও গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন খান (৪০)কে আটক করে।

১৮ : সরকার কর্তৃক কার্যক্রম-নিষিদ্ধ ও সংগঠন আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালুকে কচুয়া থানা পুলিশ গ্রেফতার করে।

একইদিনে জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের প্রধান মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে মধ্যরাতে চাঁদপুর শহর উত্তাল হয়ে উঠে।

১৯ : জুলাই আন্দোলনের সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস পদপ্রার্থী শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ, সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়।

২০ : হাজীগঞ্জের নাসিরকোর্ট গ্রামের পশ্চিম মাঠের পাশের একটি পরিত্যক্ত পুকুরের কাদা মাটি থেকে ফুলমতি বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

২১ : ফরিদগঞ্জে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলার রনাতলী গ্রামের সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে পুলিশ আটক করে।

২৩ : ফরিদগঞ্জের ভাওয়াল বিল সংলগ্ন ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

২৪ : শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচনে মঈনুল ইসলাম কাজল পুনরায় সভাপতি নির্বাচিত হয়।

২৫ : ঘন কুয়াশায় মেঘনা নদীর হাইমচরের সীমান্তবর্তী নীলকমল বাংলা বাজার এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ৪জন নিহত, ২০ জন আহত হওয়ার ঘটনায় অ্যাডভেঞ্চার লঞ্চের ৪ স্টাফকে নৌ পুলিশ আটক করে।

একইদিনে মতলব উত্তরের মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙ্গর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ইমাম হাসান-৫ লঞ্চের ভয়াবহ সংঘর্ষে অল্পের জন্য সহস্রাধিক যাত্রী প্রাণে রক্ষা পায়।

২৭ : ফরিদগঞ্জের সাহার বাজারে আগুনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এ সময় দোকানের ভেতরে আটকা পড়ে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর দোকান কর্মচারীর করুণ মৃত্যু হয়।

একইদিনে চাঁদপুর সদরের পশ্চিম সকদী গ্রামের তালুকদার বাড়ির শিমু তালুকদার (২৫) এর মৃত্যু নিয়ে গুঞ্জন শোনা যায়।

একইদিনে চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সোহেল রুশদী সভাপতি ও এমএলতিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

২৯ : চাঁদপুরের পাঁচটি আসনে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

৩১ : চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়