শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:২৫

বিষ্ণুপুরে আধুনিক শিক্ষার মানোন্নয়নে ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ মডেল মাদ্রাসার উদ্বোধনে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার।।
বিষ্ণুপুরে আধুনিক শিক্ষার মানোন্নয়নে ইন্টারন্যাশনাল বিসমিল্লাহ মডেল মাদ্রাসার উদ্বোধনে প্রস্তুতি সভা

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে নেই কোনো দাখিল মাদ্রাসা। সে লক্ষ্যে সুন্নাতে নবীর আদর্শে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ইন্টারন্যাশনাল হাফেজিয়া ও কিতাব বিভাগ মাদ্রাসার পরিকল্পনা করে ৬৪ শতাংশ জমি নির্ধারণ করা হয়েছে। জমির ভূমিদাতা মনোহরখাদী গ্রামের আব্দুল কাদের সাউদের কন্যা লন্ডন প্রবাসী আয়মান মায়া । তিনি মাদ্রাসার কার্যক্রম পুরোদমে শুরু করতে একটি একতলাবিশিষ্ট ভবন করে দিয়েছেন। ওই ভবনটি উদ্বোধন হবে আগামী বৃহস্পতিবার। বিষ্ণুপুরে মদিনা বাজার আধুনিক শিক্ষার মানোন্নয়নে বিসমিল্লাহ মডেল মাদ্রাসার উদ্বোধনে শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় মাদ্রাসা ভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক মুফতি আবু বকর বিন ফারুকের সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন মনোহরখাদী বেপারী বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাও. রুহুল আমিন। সভায় বক্তব্য রাখেন মিয়া বাড়ি জামে মসজিদের খতিব মাও. মো. আবদুর রহমান গাজী, হাফেজ মোস্তফা কামাল, আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ে শিক্ষক মাও. সামছুল হক, হাজী নাছির উদ্দীন সাউদ, মো. আনোয়ার সাউদ, হাফেজ মাও. শরীয়তুল্লাহ কাকন, মিয়াজুদ্দীন, আবু আহমেদ সাউদ, মো. বিল্লাল মোল্লা, মো. দুলাল বেপারী, ইউপি সদস্য শাহ মো. জাবেদ ও সাবেক ইউপি সদস্য মো. শরীফ চৌধুরী, মো. সালাহ উদ্দীন বেপারী, মো. আলাউদ্দিন মোল্লা, মো. তুজাম্মেল বেপারী, মোহাম্মদ মুন, মো. জিলন সাউদ প্রমুখ।

উল্লেখ্য, বিসমিল্লাহ মডেল মাদ্রাসাটি ২০২৫ শিক্ষাবর্ষে মদিনা বাজার জামে মসজিদে পরিচালিত হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসার নিজস্ব ভবনে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং হিফজ বিভাগের কার্যক্রম চলমান থাকবে। মাদ্রাসাতে পর্যায়ক্রমে দাখিল পর্যন্ত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়