বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮

আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

দক্ষ জনশক্তিই বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে

.........জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার

কবির হোসেন মিজি।।
দক্ষ জনশক্তিই বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে

.

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিসিডিএ চাঁদপুরের যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে হাসান আলী হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, প্রবাসীরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই করছেন না, বরং দেশের অর্থনীতি ও উন্নয়নের অগ্রযাত্রায় নীরব সৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে এবং দেশের সামগ্রিক উন্নয়নকে গতিশীল করেছে।

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ভাষাজ্ঞান উন্নয়ন ও সচেতনতা তৈরির মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব। দক্ষ জনশক্তিই বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে এবং প্রতারণা ও হয়রানির ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) খায়রুল কবির, সিসিডিএ চাঁদপুর জেলা সমন্বয়কারী মো. নাজমুল আহসান, রেমিট্যান্স যোদ্ধা জামাল হোসেন মোল্লা ও শাহজালাল মোল্লা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার সাদিয়া শামীম।

দিবসটি উপলক্ষে আয়োজিত অভিবাসী মেলায় একাধিক স্টল স্থাপন করা হয়। এসব স্টলে সিসিডিএ, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, জনশক্তি কর্মসংস্থান সেন্টার ও প্রশিক্ষণ ব্যুরো অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ও অন্য অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসী ও তাঁদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়া প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্যে প্রতিবন্ধী ভাতার চেক এবং অভিবাসন প্রত্যাশীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিদেশ গমনেচ্ছুক নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়