সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৫:৪৯

ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ

মৌলভীবাজার প্রতিনিধি।।
ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের নলোয়ারপাড় এলাকায় উদনাছড়ার ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি স্থানীয় স্কুল ও মাদরাসা শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের। ছড়ার ওপর ৬০ ফুটের একটি ব্রিজ না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পেরিয়ে গন্তব্যে পৌঁছান শত শত শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

উদনাছড়ার এক পাড়ে তেলিআব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদ্রাসা আর ইউনিয়ন পরিষদ। অন্য পাড়ে দুর্গানগর, গোলগাল, গাজিপুর ও আমরাইলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জনবসতি। এ পথে চলাচলের জন্যে রয়েছে ছড়ার ওপর বাঁশের তৈরি একটি সাঁকো। প্রতিদিন শত শত শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে আসছে।

বৃষ্টির দিনে সাঁকো পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। প্রায়ই শিক্ষার্থী ও পথচারীরা সাঁকো থেকে পড়ে আহত হন। এ কারণে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

৪ যুগ ধরে এলাকাবাসী একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছে। মন্ত্রী, এমপি থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও নির্মাণ হয়নি ছড়ার ওপর ব্রিজ।

প্রায় অর্ধশত বছর পেরিয়ে গেলেও উদনাছড়ার ওপর ব্রিজ নির্মাণে কোনো উদ্যোগ চোখে পড়েনি। এটাকে সরকারের উদাসীনতা মনে করছেন স্থানীয়রা। ব্রিজ না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, এমনকি রোগী পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছেন এলাকার মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়