প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২২:৩৬
মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ জন আটক

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ যুবককে আটক করা হয়েছে।
|আরো খবর
সোমবার (৩ নভেম্বর ২০২৫) ভোরে সদর মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেলের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মৌলভীবাজার পৌরসভার চুবড়া এলাকার লাল মিয়ার কলোনি থেকে ৫ যুবককে আটক করেন।
আটকৃতরা হলেন বর্ষিজোড়া এলাকার নুর ইসলামের ছেলে মৃদুল মিয়া (২৪),
রঘুনন্ধনপুর এলাকার শহিদ মিয়ার ছেলে জুনেদ আলী (২৪), জুড়ী উপজেলার ফুলতলা এলাকার রিয়াজ মিয়ার ছেলে সাকিব মিয়া (২৩), সোনাপুর বড়বাড়ী এলাকার সাহেদ মিয়ার ছেলে হোসাইন মিয়া (২২) ও শহরের মুসলিম কোয়ার্টার এলাকার হারুনুর রশীদের ছেলে ভুবন মিয়া (২৬)।
পুলিশ জানিয়েছে আটককৃতদের মধ্যে জুনেদ আলী নতুন রাজনৈকি দল এনসিপির নেতা এহসান জাকারিয়ার অনুসারী। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাবাদে তাদের দেওয়া তথ্য ধরে জুনেদ আলীর ফুফু রুফু বেগমের বাসা থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে স্টিলের হাতলযুক্ত লোহার তৈরি একটি তরবারি (লম্বা প্রায় ৩৩ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত লোহার তরবারি (৩০ ইঞ্চি), স্টিলের হাতলযুক্ত স্টিলের তরবারি (৩০ ইঞ্চি), জিআই পাইপের হাতলযুক্ত তরবারি (৩১ ইঞ্চি), কাঠের হাতলযুক্ত লোহার রামদা (২৯ ইঞ্চি) এবং স্টিলের তৈরি দুটি ফোল্ডিং ছুরি, যার একটির দৈর্ঘ্য আনুমানিক ৯ ইঞ্চি ও অপরটির ১০ ইঞ্চি।
এই ঘটনায় এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে, মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা নং-৯(১১)২৫, ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ভ) অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








