প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২১:৫৩
ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে কোরআনে হাফেজের মৃত্যু
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে হাফেজ মো. প্রিন্স নামে এক কোরআনে হাফেজ মারা যান। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বেলা ১১টার সময়। নিহত প্রিন্সের বাড়ি ঢাকার গেন্ডারিয়ায়।
|আরো খবর
জানা যায়, হাফেজ মো. প্রিন্স দ্বীনের দাওয়াত দেয়ার জন্যে বেপারী বাড়ির মসজিদে
তাবলীগ জামাতে আসেন। সকালে গোসল করার জন্যে গাজী বাড়ির নিকটে ডাকাতিয়া নদীতে কয়েকজন মিলে আসেন। ডাকাতিয়া নদীর ভাঙ্গন স্থান দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় তিনি নিচে পড়ে যান। এ সময় সাথে থাকা সাথীরা ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন মিলে তাঁকে খুঁজে পায়নি। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি গিয়ে দুপুর ১টার সময় নিখোঁজ প্রিন্সকে উদ্ধার করে। এ খবর শুনে আশপাশের এলাকাসহ বিভিন্ন স্থান থেকে শত শত নারী-পুরুষ নদীর তীরে এসে ভিড় করে। এমনকি সবার মাঝে আতঙ্ক দেখা দেয়।
এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ইউপি সদস্য রিয়াজ উদ্দিন পাটোয়ারী ভুট্টো বলেন, তাবলীগ জামাতের সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে এসে গোসল করতে গিয়ে নদীতে ডুবে প্রিন্স নামে এক কোরআনে হাফেজ নিখোঁজ হন। পরে চাঁদপুর থেকে ডুবুরি গিয়ে নিখোঁজ ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে।এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, লাশ হাসপাতালে আছে। হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্টের উপর নির্ভর করবে লাশ পোস্টমর্টেম হবে কি না। তারপর পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।








