বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ২১:০৮

হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পৌর বিএনপির গাছের চারা বিতরণ

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পৌর বিএনপির গাছের চারা বিতরণ
হাজীগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করছেন বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। পৌর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর ২০২৫) হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের গাছ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য সরোয়ার হোসেন ভুলু মুন্সীর সভাপ্রধানে ও সাংগঠনিক সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক আকবর হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুন্নবী সম্রাট, বিএনপি নেতা ইকবাল মোল্লা, আব্দুস সাত্তার সর্দার, হাজী আকবর হোসেন, আব্দুল মান্নান, মোরশেদ আলম মিন্টু, আহছান উল্যাহ, রোমান গাজীসহ বিএনপির অন্য নেতৃবৃন্দ। এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, যুবনেতা হাজী মো. মোস্তফা, ওয়াসিম, গিয়াস উদ্দিন, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, ছাত্রনেতা শামসুদ্দিন খান নূরুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়