প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৫
নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ঘিলাতলী কামিল মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত

দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি ও নারায়ণপুর ডিগ্রি কলেজের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মুহাম্মদ আরিফ বিল্লাহ ঐতিহ্যবাহী ঘিলাতলী কামিল মাদরাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় (অ্যামেন্ডমেন্ট) ২০০৬- এর ২২ A ধারার আওতায় প্রণীত বিধির (খ) ১.২ (iii) এবং (খ) ১১ (গ) ( iv)-এর ক্ষমতাবলে গভর্নিং বডির বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এ মনোনয়ন প্রদান করে। মুহাম্মদ আরিফ বিল্লাহ ঘিলাতলী কামিল মাদরাসার মতো একটি দ্বীনি প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করার জন্যে মহান রবের সাহায্য কামনা করেন। তিনি মাদরাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।