রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪১

চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকীতে  দোয়া ও আলোচনা সভা
গত ২০ সেপ্টেম্বর দৈনিক চাঁদপুর দর্পণের ২৭ বছর পদার্পণ উপলক্ষে চাঁদপুর দর্পণ কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন (বাম থেকে) দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী, নির্বাহী সম্পাদক অধ্যক্ষ জালাল চৌধুরী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

চাঁদপুরের অন্যতম শীর্ষ জনপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর দর্পণের ২৬ বছরপূর্তি এবং ২৭ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে শহরের নাজিপাড়াস্থ পত্রিকা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নিজামুল হক। তিনি দোয়া মোনাজাতে পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরীর মাগফিরাত কামনা এবং সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, চাঁদপুর দর্পণ দীর্ঘ ২৬ বছর ধরে পাঠকের আস্থা অর্জন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চাঁদপুরবাসীর কাছে বিশেষ স্থান করে নিয়েছে। আঞ্চলিক সাংবাদিকতায় এ পত্রিকার ভূমিকা অনস্বীকার্য। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও চাঁদপুর দর্পণ তার সততা, নীতি ও দায়িত্ববোধ ধরে রেখে আরও দীর্ঘ পথ অতিক্রম করবে। আজকের দিনে পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম ইকরাম চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যিনি এই পত্রিকাটি প্রতিষ্ঠা করে গেছেন। দৈনিক চাঁদপুর দর্পণ যতদিন বেঁচে থাকবে ইকরাম ভাইও বেঁচে থাকবেন। বর্তমানে পত্রিকার প্রধান সম্পাদক মুনির চৌধুরী ও ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরী নিরলস পরিশ্রমের মাধ্যমে একঝাঁক সাংবাদিক নিয়ে পত্রিকাটি টিকিয়ে রেখেছেন। আমরা চাঁদপুর প্রেসক্লাব ও চাঁদপুরের সাংবাদিকরা তাঁদের পাশে আছি এবং থাকবো। তিনি বলেন, আমি দৈনিক চাঁদপুর দর্পণের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেছি। পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম ইকরাম চৌধুরী আমার অন্যতম শিক্ষক ছিলেন। যাঁর অনুপ্রেরণায় ও সহযোগিতায় আজ আমার সাংবাদিকতার যতটুকু সাফল্য, তাতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছি।

এছাড়া বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ জালাল চৌধুরী। আলোচনা সভা সঞ্চালনা করেন দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনির চৌধুরী। তিনি বলেন, ২৬ বছরের এ দীর্ঘ পথচলায় চাঁদপুর দর্পণকে এগিয়ে নিতে যেসব সহকর্মী, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। একটি আঞ্চলিক পত্রিকা হিসেবে আমরা সবসময় চেষ্টা করেছি মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দিতে। আগামীতেও আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার অটুট রাখবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দর্পণের সিনিয়র স্টাফ রিপোর্টার আশরাফুল আলম, সুজন চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়