শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭

পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে শুভ মহালয়া ও পূর্বপুরুষদের তর্পণ অনুষ্ঠান রোববার

স্টাফ রিপোর্টার।।
পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে শুভ মহালয়া ও পূর্বপুরুষদের তর্পণ অনুষ্ঠান রোববার

চাঁদপুর পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে শ্রীশ্রী চন্দ্রেশ্বরী কালীমন্দিরের উদ্যোগে বিশেষ আয়োজন শুভ মহালয়া ও পূর্বপুরুষদের তর্পণ অনুষ্ঠান রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে হরিসভার চন্দ্রেশ্বরী কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক টুটন বণিক জানিয়েছেন। তিনি তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, ২১ সেপ্টেম্বর রোববার ভোর পাঁচটায় হরিসভা মন্দির কমপ্লেক্স সংলগ্ন মেঘনা নদীর তীরে মায়ের আগমনী সুরে এবং মন্ত্রের ধ্বনিতে এই প্রথমবারের মতো শুভমহালয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অনুষ্ঠান চলতে থাকবে। তর্পণ শেষে সকলের জন্যে প্রসাদের ব্যবস্থা রয়েছে। এই মহতী অনুষ্ঠানের জন্যে কোনো প্রকার প্রণামী নেয়া হবে না।

তিনি আরো বলেন, প্রয়াত পিতৃদেব, মাতৃদেব ও পূর্ব পুরুষদের উদ্দেশ্যে 'তর্পণ অনুষ্ঠান' সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত হবে। স্থান : হরিসভা মন্দির কমপ্লেক্স সংলগ্ন, মেঘনা নদীরপাড়। বি. দ্র. সকলে পূর্ব পুরুষদের নামের তালিকা ও শিবকোষ সঙ্গে আনতে হবে এবং অন্যান্য উপকরণ কমিটি প্রদান করবে। এছাড়া আগের দিন নিরামিষ আহার করতে হবে। তর্পণ শেষে প্রসাদের ব্যবস্থা থাকছে। অনুষ্ঠানে হরিসভা মন্দির কমপ্লেক্সের সভাপতি সুভাষচন্দ্র রায়সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়